আজকাল ওয়েবডেস্ক: আপনি যেই শহরেই থাকুন না কেন যানজটে ফাঁসতে হবেই আপনাকে। দেশের বিভিন্ন শহরের সৌন্দর্য্য বিভিন্ন। কিন্তু ট্রাফিক জ্যাম ছাড়ে না কাউকেই। যানজট থেকে বাঁচতে অনেকেই হাতে সময় নিয়ে রাস্তায় বেরোন বা তুলনায় ফাঁকা রাস্তা ব্যবহার করেন। কিন্তু যখন কোনও বরযাত্রী হবু বরকে প্রচণ্ড যানজটের মধ্যে রেখে চলে যায়, তখন কী হবে? 

সেই ঘটনারই ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, এক যুবক রাস্তার উপর দিয়ে দৌড়চ্ছেন। পরনে বিয়ের পোশাক। খোঁজ করতেই জানা গেল, অত্যাধিক যানজটের কারণে বরযাত্রী অনেকটা এগিয়ে গিয়েছে। তাঁদের ধরতে খালি পায়ে রাস্তা দিয়ে দৌড়চ্ছেন ওই যুবক। ভিডিওটি কোথাকার তা জানা যায়নি। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Shaurya Dawar (@shourrya23)