আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির মুখে খুশির খবর। ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের। মোদি সরকার তিন শতাংশ বাড়াচ্ছে ডিএ। গত ৯ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে ঠিক হয়েছিল বিষয়টি। তখনই শোনা যাচ্ছিল ডিএ বাড়ার বিষয়টি। দ্বিতীয় কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকেই চূড়ান্ত হয় বিষয়টি।
উল্লেখ্য, প্রতিবছরই উৎসবের মরশুমে ডিএ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এ মাসের শেষেই রয়েছে দীপাবলি। তার আগেই খুশির খবর পেলেন কেন্দ্রীয় কর্মচারীরা। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারির কর্মচারীদের মহার্ঘ্য ভাতা রয়েছে ৫০ শতাংশ। চলতি বছরের জানুয়ারি মাসে ৪ শতাংশ ডিএ বাড়ানোর পর ৪৬ থেকে তা ৫০ শতাংশ হয়েছে। এবার তিন শতাংশ বেড়ে তা হল ৫৩ শতাংশ। বছরে সাধারণত, দু’বার ডিএ বাড়ে সরকারি কর্মচারীদের। একটা মার্চে দোলের আশপাশে আর অন্যটা সেপ্টেম্বরে পুজোর আগুপিছু। এবার দিওয়ালি পড়েছে ৩১ অক্টোবর। তার আগেই ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারের। এই ডিএ কার্যকর হবে আগামী বছরের জুলাইয়ের প্রথম দিন থেকে। এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা এর সুবিধা পাবেন।
গত বছরও উৎসবের মরশুমেই ডিএ বেড়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এবারও হল সেটাই। এই খবরে খুশির হাওয়া কর্মচারীদের মধ্যে। তৃতীয়বার মোদি সরকার ক্ষমতায় আসার পর সপ্তম পে কমিশনের আওতায় বাড়ল ডিএ।
