আজকাল ওয়েবডেস্ক: একটানা ভারী বৃষ্টি। হড়পা বান ও মেঘ ভাঙা বৃষ্টিতে বিধ্বস্ত গোটা হিমাচল প্রদেশ। বাড়ছে মৃত্যুমিছিল। এখনও নিখোঁজ বহু বাসিন্দা। এদিকে ভারী বৃষ্টির হাত থেকে এখনই মিলবে না রেহাই। বরং অতি ভারী বৃষ্টিতে আরও বিপর্যয়ের আশঙ্কা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রশাসন জানিয়েছে, ৬ জুলাই, রবিবার পর্যন্ত হিমাচল প্রদেশ জুড়ে ২৩টি হড়পা বান, ১৯ বার মেঘ ভাঙা বৃষ্টি এবং ১৬টি ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগের জেরে এ পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে। কেউ হড়পা বানে তলিয়ে গেছেন। কেউ বা ধসে চাপা পড়েছেন। 

 

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, মৃতদের মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে প্রাকৃতিক দুর্যোগের জেরে। ২৮ জনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়। হড়পা বানে তলিয়ে গেছেন ১৪ জন। আটজন জলে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১১৭ জন। ৩৭ জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। 

 

অতি প্রবল বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি। হিমাচল কর্পারেটিভ ব্যাঙ্কের একতলা সম্পূর্ণ জলের তলায়। প্রশাসন আরও জানিয়েছে, রাজ্য জুড়ে দু'টি জাতীয় সড়ক সহ ২৪৩টি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ২৬১টি ওয়াটার প্রোজেক্ট বর্তমানে বন্ধ রয়েছে। 

 

এদিকে মৌসম ভবন জানিয়েছে, সোমবারেও হিমাচল প্রদেশের জেলায় জেলায় অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। মান্ডি, সিরমুর, কাঙ্গরায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে সিমলা, সোলান, হামিরপুর, বিলাসপুর, কুল্লু, চাম্বায় কমলা সতর্কতা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলায়।