আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর চন্দাপুরা রেল ব্রিজের কাছে ছেঁড়া নীল রঙের সুটকেসে উদ্ধার হয়েছিল এক কিশোরীর মৃতদেহ। সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের তদন্তে নেমে বড় সাফল্য পেল বেঙ্গালুরু পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিহারের নওয়াদা জেলার সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে তিনজনের নাম— আশিক কুমার, মুকেশ ও রাজারাম মোহন। জানা গিয়েছে, আশিক কুমার বিবাহিত এবং তাঁর দুই সন্তানও রয়েছে।
উল্লেখ্য, গত ২১ মে বেঙ্গালুরু রুরাল জেলার সুর্যনগর থানার অন্তর্গত একটি রেলব্রিজের পাশে নীল রঙের একটি সুটকেস উদ্ধার হয়। তার ভিতরে উদ্ধার হয় ১৭ বছরের এক কিশোরীর মৃতদেহ। মৃতদেহের সঙ্গে কোনও পরিচয়পত্র বা ব্যক্তিগত জিনিসপত্র ছিল না। প্রাথমিক তদন্তে অনুমান করা হয়েছিল, মেয়েটিকে খুন করে দেহটি চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হয়েছে। তবে পরে জানা যায়, অন্য কোথাও খুন করে একটি ক্যাবে করে দেহটি এনে রেললাইনের ধারে ফেলে দিয়েছে খুনিরা।
বেঙ্গালুরু রুরাল জেলার পুলিশ সুপার সি কে বাবা জানান, ‘এই ধরনের ঘটনা সাধারণত রেলওয়ে পুলিশের আওতায় পড়লেও যেহেতু ঘটনাস্থল আমাদের থানার মধ্যে পড়ে এবং রাজ্যের অভ্যন্তরীণ অপরাধের সম্ভাবনা রয়েছে, তাই আমরাও তদন্তে নেমেছি’। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে নিখোঁজ মেয়েদের অনেক পোস্টার ছাপানো হয়েছিল, যার সূত্র ধরে ওই নাবালিকার পরিচয় নিশ্চিত হয়। এখন ধৃতদের জেরা করে হত্যার উদ্দেশ্য জানার চেষ্টা চলছে। ধৃতদের কড়া নিরাপত্তায় বিহার থেকে কর্ণাটকে এনে পুলিশি হেফাজতে রেখে জেরা করা হবে বলে জানা গিয়েছে।
