আজকাল ওয়েবডেস্ক: ফাঁকা বাড়ি। নিষেধ করার কেউ নেই। এই সুযোগে বিছানায় শুয়েই বিড়ি খাচ্ছিলেন ৬৫ বছরের এক বৃদ্ধ। কয়েক সেকেন্ড পরেই বিপদ ঘনালো। বিড়ি থেকেই আগুন ছড়াল জামায়। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেল অসুস্থ বৃদ্ধের। তাঁর মৃত্যুতে হতবাক পরিবার থেকে এলাকার বাসিন্দারা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার বিদর্ভের মানেগাঁও গ্রামে। পুলিশ জানিয়েছে, বৃদ্ধ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘ পাঁচ বছর তিনি শয্যাশায়ী। বাড়ির লোকেরাই তাঁর দেখভাল করতেন। মঙ্গলবার বাড়ির লোকেরা বাইরে গিয়েছিলেন কিছুক্ষণের জন্য। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, বাড়িতে কেউ ছিলেন না বলে বিছানায় শুয়েই বিড়ি খাচ্ছিলেন বৃদ্ধ। হঠাৎ বিড়ি থেকেই তাঁর জামায় আগুন ধরে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে গায়ে, বিছানাতেও। পালাতে চাইলেও উপায় ছিল না। বিছানায় শুয়েই অগ্নিদগ্ধ হন তিনি। রাতেই বাড়ি ফিরে ভয়ঙ্কর দৃশ্যটি দেখেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি পুলিশে খবর দেন তাঁরা।
ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের দগ্ধ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত জারি রেখেছে। বিড়িতে সুখটান দিতে দিয়ে বৃদ্ধের ভয়ঙ্কর পরিণতিতে এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়েছে।
