আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার পুরীর রথযাত্রায় তীব্র গরম এবং অতিরিক্ত ভিড়ে প্রায় ৬২৫ জন ভক্ত অসুস্থ হয়ে পড়েন। অনেককেই হাসপাতালে ভর্তি করতে হয় বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কিশোর শতপথী। তিনি জানান, বেশিরভাগ মানুষই হালকা আঘাত, বমি এবং অজ্ঞান হওয়ার অভিযোগ নিয়ে হাসপাতালে আসেন। তবে চিকিৎসার পর অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়। প্রাণহানির ঘটনা ঘটেনি।
রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী মুকেশ মহালিং বলেন, “উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতাই মূল কারণ।” বর্তমানে ৭০ জন পুরী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন, এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, বলাগান্ডি এলাকায় বলভদ্রের রথ ‘তালধ্বজ’ প্রায় এক ঘণ্টা আটকে থাকার কারণে হুড়োহুড়ি শুরু হয়। অতিরিক্ত ভিড়ের চাপে অনেকে আটকে পড়ে আহত হন।
আহতদের সরকারি ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।
