আজকাল ওয়েবডেস্ক: ফুটফুটে খুদে সন্তানের আগমন বরাবরই আনন্দের আবহ তৈরি করে পরিবারে। সন্তানের জন্মের পর থেকেই শুরু হয় উদযাপন। আবার কেউ কেউ কন্যাসন্তানের জন্মের কথা শুনলেই মুখ গোমড়া করে রাখেন। কিন্তু এখানেই ঘটল উল্টোটা। কন্যাসন্তানের জন্মের পর বিরাট উদযাপনে মাতল গোটা পরিবার। এমন উদযাপন, যা দেখে শহরবাসীরাও চমকে গেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, কালো রঙের গাড়ির কনভয় রাস্তায়। গাড়িগুলি সাজানো হয়েছে গোলাপি রঙের বেলুনে। গাড়ির সামনেই সামনেই আরেকটি বড় বেলুন। গাড়ির মধ্যে যে সদ্যোজাত কন্যাসন্তান রয়েছে, তাও লেখা রয়েছে। চারপাশের গাড়িতে রয়েছেন পরিবারের বাকি সদস্যরা।
এদিকে বাড়ির সামনে গাড়ি পৌঁছতেই শুরু হয় বাজি ফাটানোর। আলোর রোশনাই চারিদিকে। বাবার কোলে করে বাড়িতে ঢোকে সদ্যোজাত কন্যাসন্তান। দুধে আলতা জলে তার খুদে পা ছোঁয়ানো হয়। এরপর সাদা কাপড়ে পায়ের ছাপ রাখা হয়। চাল ভর্তি ছোট ঘটিতে পা দিয়েই ঘরে ঢোকে সদ্যোজাত। তাকে ঘিরে আনন্দে আত্মহারা গোটা পরিবার।
জানা গেছে, ৫৬ বছর পর এই পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে। যার জন্যেই উদযাপনে মেতে ওঠেন সকলে। ভিডিওটি ইতিমধ্যেই আট মিলিয়ন মানুষ দেখেছেন। নেটিজেনরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, 'কন্যাসন্তানের জন্মের পর এমন উদযাপন আগে দেখা যায়নি।' আরেকজন লিখেছেন, 'মেয়েদের জন্ম এভাবেই উদযাপন করা উচিত।'
