আজকাল ওয়েবডেস্ক: প্রকৃতির রুদ্ররূপে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। একটানা ভারী বৃষ্টিতে মৃত্যুমিছিল জারি। বন্ধ একাধিক জাতীয় সড়ক। বিদ্যুৎ বিভ্রাট থেকে জল সঙ্কট, ভোগান্তি চতুর্দিকে। হতাহতের মাঝেও নিখোঁজ বহু মানুষ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, হিমাচল প্রদেশের মান্ডিতে মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৪ জন। অনেকেই নিখোঁজ। ভারী বৃষ্টি উপেক্ষা করে উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালাচ্ছে। 

 

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জানিয়েছে, গত ১১ দিনে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে হিমাচল জুড়ে ৫১ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছেন। মোট ১৩টি বাড়ি সম্পূর্ণ ধসে হড়পা বানে ভেসে গেছে‌। ৩৫টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪০৬টি সড়কে যান চলাচল পুরোপুরি স্তব্ধ রয়েছে। 

 

দিনভর তুমুল বৃষ্টির জেরে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা জারি রয়েছে। পাশাপাশি পানীয় জলের অভাবে ধুঁকছেন বহু স্থানীয় মানুষ। 

 

মৌসম ভবন আগেই জানিয়েছিল, পয়লা জুলাইয়ের পর থেকে হিমাচল প্রদেশে বৃষ্টির দাপট কমবে। কিন্তু ৬ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে দুর্ভোগ এখনই কমছে না।