আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভে যাতায়াতের পথে ফের দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রায় চল্লিশজন নেপালি তীর্থযাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার। 

 


পশ্চিম নেপালে মহাকুম্ভের জন্য প্রয়াগরাজের দিকে যাচ্ছিল একটি বাস। হঠাৎই  দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে সুরখেত জেলার ভেড়িগঙ্গা পৌরসভার বাবাই এলাকায় বিকেল ৫.৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ভয়ংকর এই ঘটনায় প্রায় চল্লিশজন নেপালি তীর্থযাত্রী আহত হয়েছেন।

 


পুলিশ জানিয়েছে, ৪০ জন যাত্রী বহনকারী ওই বাসটি কর্ণালি প্রদেশের সুরখেত থেকে মহাকুম্ভ মেলায় অংশ নিতে প্রয়াগরাজের দিকে যাচ্ছিল, তখনই দুর্ঘটনাটি ঘটে। পাশাপাশি জানা গিয়েছে, নেপাল পুলিশকর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়েছেন এবং আহতদের চিকিৎসার জন্য কোহালপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয় যাত্রীর অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।  পুলিশ জানিয়েছে, কী কারণে দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত করা হচ্ছে।

 


এর আগে রোববার প্রয়াগরাজের ১৯ নম্বর সেক্টরের 'কল্পবাসী' তাঁবুতে আগুন লেগেছে়। গ্যাস সিলিন্ডার লিক করার ফলেই ঘটে এই মারাত্মক দুর্ঘটনা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বাহিনী। তৎপরতায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ দিনের অগ্নি সংযোগের ঘটনায় অবশ্য কোনও হতাহতের খবর নেই। এছাড়া, গত ৭ ফেব্রুয়ারি, মহাকুম্ভের সেক্টর ১৮-এ ইসকন ক্যাম্পে আগুন লাগে। প্রায় ২০টি তাঁবু পুড়ে গিয়েছিল। সেই আতঙ্ক কাটার আগেই ফের লাগে আগুন, চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এছাড়াও, মহাকুম্ভে ১৯ জানুয়ারি সেক্টর ১৯-এ সিলিন্ডার ফেটে আগুন লাগে। ২৫ জানুয়ারি সেক্টর ২-এ দুটি গাড়িতে আগুন লাগে।