আজকাল ওয়েবডেস্ক: সকলকে চমকে দিয়ে বাজারে এসে গেল নতুন নোট। এই নোট এর আগে বাজারে আসেনি। ২০১৬ সালে নোটবন্দির পর পুরোনো ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করে দেওয়া হয়েছিল। সেখানে তখন বাজারে চালু হয়েছিল নতুন ৫০০ টাকা এবং ২ হাজার টাকার নোট। এরপর বাজারে আসে নতুন ২০০ টাকার নোট।
২০২৩ সালে আরবিআই ২ হাজার টাকার নোটগুলি বাজার থেকে তুলে নেওয়ার কাজ শুরু করে। ফলে দেশের নোটের বাজার ছেয়ে যায় ৫০০ টাকার নোটে। তবে এবারই চমক। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ৩৫০ টাকা এবং ৫ টাকার নতুন নোট। যদিও এর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে এই নতুন নোটগুলি নিয়ে এসেছে আরবিআই।
তবে এই ছবি কতটা সত্যি তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তিন বছর আগে এমনই ছবি ভাইরাল হয়েছিল। বাজারে এখন ৫,১০,২০,৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট চলছে। সেখানে নতুন করে ৫ টাকার নোট নিয়ে আসেনি আরবিআই। তারা ২ টাকা এবং ৫ টাকার নোট ছাপানো আপাতত বন্ধ করে রেখেছে।
আরবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে বাজারে এখন যে নোটগুলি চলছে সেগুলি চলবে। সেখানে নতুন করে কোনও নোট তারা ছাপায়নি। এখানে আরও একটি তথ্য সামনে এসেছে। ১৯৩৮ সালে আরবিআই ১০ হাজার টাকার নোট ছাপিয়েছিল। তবে সেটি বন্ধ হয়ে যায় ১৯৪৬ সালে। ফের ১০ হাজার টাকার নোট নিয়ে আসা হয় ১৯৫৪ সালে। সেটিকেও বন্ধ করে দেওয়া হয় ১৯৭৮ সালে।
যদি এই ধরণের কোনও ফেক নোট কারও কাছে থাকে তাহলে সেটিকে আমল দেওয়ার কারণ নেই। এটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলেও তার কোনও গুরুত্ব নেই। আরবিআই এই সময় এমন কোনও নোট ছাপার কথা ভাবছে না। যদি এটি করাও হয় তাহলে তার আগে বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি জারি করা হবে।
