আজকাল ওয়েবডেস্কঃ সম্প্রতি নাগপুরে একসঙ্গে চৌত্রিশ জন অসুস্থ হয়েছেন । বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। জানা গেছে, খাবারে বিষক্রিয়ার কারণে এই অসুস্থতা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রানুসারে, শুক্রবার ভিওয়াপুরে এই ঘটনা ঘটে। চৌত্রিশ জন অসুস্থ৷ এগারো জনের অবস্থা গুরুতর। রাত তিনটে নাগাদ তাঁরা বমি করতে শুরু করেন। পেটে ব্যথা অনুভব করেন। গুরুতর ১১ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য নাগপুরে রাখা হয়েছে। অন্যরা ভিওয়াপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি আছেন।
বিধায়ক সঞ্জয় মেশরাম আহতদের সাথে দেখা করেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হাসপাতাল পরিদর্শন করেন তিনি।
খাবারে কোন বিষাক্ত উপাদান মেশানো হয়েছিল তা এখনও শনাক্ত করা যায়নি৷ ভিওয়াপুর পুলিশ তদন্ত শুরু করেছে বলে কর্মকর্তা জানান।
