আজকাল ওয়েবডেস্ক: সারাদিন ম্যাও-ম্যাও ডাক। এত দুর্গন্ধ, ফ্ল্যাটের আশেপাশে যেতে পারেন না কেউ। বেড়ালের উৎপাতে অতিষ্ট প্রতিবেশীরা। অথচ ফ্ল্যাটের মালিক দিব্যি রয়েছেন। বারবার নালিশ করেও কোনও সুরাহা মেলেনি। অবশেষে পুলিশেই নালিশ জানালেন তাঁরা। অভিযোগ পেয়ে সেই ঘরে ঢুকেই হতবাক পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। পুলিশ জানিয়েছে, প্রতিবেশীদের অভিযোগ পেয়ে ওই ফ্ল্যাটে পৌঁছয় তারা। ফ্ল্যাটের দরজা খুলতেই চমকে যায়। তিন কামরার ওই ফ্ল্যাটে কমপক্ষে ৩০০ বেড়াল রয়েছে। সঙ্গে থাকেন ফ্ল্যাটের মালিক রিঙ্কু ভারদ্বাজ ও তাঁর বোন ঋতু ভারদ্বাজ।
পুলিশকে রিঙ্কু জানিয়েছেন, রাস্তা থেকে প্রচুর বেড়াল তুলে এনে ঘরে রেখে দিতেন। সেখান থেকে বাড়তে বাড়তে বর্তমানে ৩০০ পেরিয়ে গেছে বেড়ালের সংখ্যা। পুলিশ পরীক্ষা করে দেখে, কোনও বেড়ালকেই ভ্যাকসিন দেননি তাঁরা। এমনকী নিজেরাও কোনও ভ্যাকসিন নেননি। একাধিক বেড়াল অন্তঃসত্ত্বা অবস্থায় রয়েছে। ঘরের মধ্যে এত দুর্গন্ধ, যে বেশিক্ষণ সেখানে থাকলেই জ্ঞান হারাতে পারেন। ঘরদোর দীর্ঘদিন পরিষ্কার করেন না তাঁরা।
প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে মালিককে ৩০০ বেড়াল ফ্ল্যাট থেকে সরিয়ে অন্যত্র রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। দ্রুত বেড়ালদের সরিয়ে এলাকা পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ করবে তারা।
