আজকাল ওয়েবডেস্ক: বিয়ের অর্ধেক আচার-অনুষ্ঠান সেরে ফেলেছিলেন। কনের গলায় মঙ্গলসূত্র পরানোর ঠিক পরেই হঠাৎ বরের বুকে ব্যথা। বুকে হাত দিয়ে কনের কোলে পড়ে লুটিয়ে পড়েন। বিয়ের পিঁড়িতে বসেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ২৫ বছরের এক তরুণ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে,‌ শনিবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বগলকোটে। পাত্রের নাম, প্রবীণ। জামকান্দি শহরে বসেছিল তাঁর বিয়ের আসর। পরিবার সূত্রে জানা গেছে, প্রবীণ সম্পূর্ণ সুস্থ ছিলেন। বিয়ের দিন সকাল থেকে হুল্লোড়ে মেতেছিলেন আত্মীয়দের সঙ্গে। নাচতে নাচতে বিয়ের আসরে পৌঁছন। অর্ধেক আচার-অনুষ্ঠান পালন করেছিলেন হাসিমুখেই। বাকি ছিল সিঁদুরদান‌। 

 

কনের গলায় মঙ্গলসূত্র পরানোর পরেই আচমকা বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে কনের কোলে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি করে প্রবীণকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে প্রবীণের। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার। 

 

প্রসঙ্গত, কোভিড পরবর্তী সময়ে তরুণ-তরুণীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার হার কয়েকগুণ বেড়ে গিয়েছে বলেই মত চিকিৎসকদের। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রদেশের এই বিয়েবাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে নাচতে ২৩ বছরের এক তরুণী কার্ডিয়াক অ্যারেস্টে প্রাণ হারান। গত বছর ডিসেম্বরে উত্তরপ্রদেশের ১৪ বছরের এক কিশোর দৌড় প্রতিযোগিতার জন্য স্কুলে অনুশীলন করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়‌।