আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যার রাম মন্দির সেজে উঠেছে তার প্রথম দীপাবলির জন্য। এবার সরযু নদীর তীর এবং রাম মন্দির সাজিয়ে তোলা হবে ২৫ লক্ষ প্রদীপ দিয়ে। গতবারের রেকর্ড ভেঙে দেওয়াই এবার প্রধান টার্গেট সকলের। এবিষয়ে কাজ করছে ৩০ জনের একটি দল। ইতিমধ্যেই ৫৫ টি ঘাটের তদারকি করছে ড্রোন।
ইতিমধ্যে স্থানীয় প্রদীপ ব্যবসায়ীদের ২৮ লক্ষ প্রদীপ তৈরি করার অর্ডার দেওয়া হয়েছে। এরফলে স্থানীয় প্রদীপ ব্যবসায়ীরাও লাভের মুখ দেখেছেন। দীপাবলি উপলক্ষ্যে অযোধ্যার রাম মন্দির চত্বরে ভক্তদের ভিড় হবে সেটা বলাই বাহুল্য। তাই ভিড়ের মধ্যে নিরাপত্তার দিকটি নিয়ে কোনও খামতি রাখতে নারাজ সরকার। ইতিমধ্যে শহরের বিভিন্ন প্রান্তে ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
তাদের মধ্যে বেশিরভাগই সাদা পোশাকে থাকছে। নিরাপত্তাকর্মী দেখে যেন কেউ ঘাবড়ে না যান সেজন্যেই এই ব্যবস্থা করা হয়েছে। ১০ নম্বর ঘাটে স্বস্তিক চিহ্ন করার জন্য ৮০ হাজার দীপাবলি ইতিমধ্যেই রেডি করা হয়েছে। জানা গিয়েছে ৫ থেকে ৬ হাজার মানুষ প্রতিটি ঘাটে থাকবে বলেই মনে করা হচ্ছে। তাই আগে থেকেই সতর্ক রয়েছে সরকার। ৪০ টি বড় এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।
সমস্ত ধরণের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ছটি দেশ থেকে শিল্পীরা এবারে অযোধ্যায় দীপাবলির অনুষ্ঠানে যোগদান করবেন। মায়ানমার, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া থেকে শিল্পীরা এসে রাম মন্দিরে নিজেদের নৃত্য প্রদর্শন করবেন। এছাড়া উত্তরাখণ্ড থেকে রাম লালা নিয়ে বিশেষ অনুষ্ঠান করবেন একদল শিল্পী।
