আজকাল ওয়েবডেস্কঃ ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের কিছু অংশে সোমবার থেকে মুষলধারে বৃষ্টি। কমপক্ষে ১৮ জনের প্রাণহানি হয়েছে। একটি বন্যার্ত এলাকায় সম্প্রতি উদ্ধার কাজ শেষ হয়েছে। বুধবার ভারতীয় উপকূলরক্ষাবাহিনী মারফত জানা গিয়েছে এই ঘটনা৷ নারীসহ ২২ জন আটকে পড়া কর্মীকে উদ্ধার করা হয়েছে। এই অভিজান জারি আছে এখনও৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই ঘটনার কিছু ছবি পাওয়া গিয়েছে৷ ভারী বৃষ্টিপাতের কারণে আমরেলি জেলার রাজুলা তালুকের ভিক্টর গ্রামে GWSSB-র সাইটে কর্মরত ২২ জন কর্মী আটকে পড়েছিলেন। তাদের কোস্ট গার্ড দল নিরাপদে উদ্ধার করে। বন্যার্ত মহিলা সহ ২২ জন আটকে পড়া কর্মীকে উদ্ধার করার এই অভিজানকে সকলে বাহবা জানাচ্ছেন৷
প্রতিকূল আবহাওয়া মোকাবিলার জন্য ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে৷ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়েও পর্যালোচনা চলছে৷ রাজ্যের দক্ষিণাঞ্চলে বাসিন্দাদের সাহায্য করার জন্য দুর্যোগ সহায়তা দল মোতায়েন করা হয়েছে।
