আজকাল ওয়েবডেস্ক:  আপনার নিশ্চয় সেই দিনটির কথা মনে আছে যেদিন ভারতের নোটবন্দি হয়েছিল। এরপর বাজার থেকে ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার কথাও ঘোষণা করেছে আরবিআই। তবে মনে করা হচ্ছে এবার ২০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ভাবছে আরবিআই। যদি এবিষয়ে আপনার না জানা থাকে তাহলে জেনে নিন বাজারে এখন প্রচুর ২০০ এবং ৫০০ টাকার জালনোট চলছে। যে ২০০ বা ৫০০ টাকার নোটটি আপনার কাছে রয়েছে সেটিও জাল হতে পারে।


তবে কী মোদি সরকার এই ২০০ টাকার নোট ব্যান করে দেবে। আরবিআই এবিষয়ে বড় আপডেট দিয়েছে। তারা একটি নোটিফিকেশন জারি করেছে। কী লেখা রয়েছে সেখানে। জানলে অবাক হবেন।

 


আরবিআই জানিয়েছে ২ হাজার টাকা ইতিমধ্যে ব্যান করে দেওয়া হয়েছে। গোটা দেশেই ২ হাজার নোট আর কেউ ব্যবহার করেনা। তবে ২০০ টাকা নিয়ে সকলকে আরও বেশি সতর্ক হতে বলেছে আরবিআই। আপনার ২০০ টাকার নোটটি যদি জাল হয় তাহলে সেটি কীভাবে বুঝবেন। 


২০০ টাকার নোটের বামদিকে উপরে দেবনাগরীতে লেখা থাকবে ২০০। মাঝখানে মহাত্মা গান্ধীর ছবি থাকবে। আরবিআই, ভারত, ইন্ডিয়া এবং ২০০ লেখা থাকবে খুব ছোটো আকারে। ডানদিকে থাকবে অশোক স্তম্ভর ছবি। যাতে দেশের নানা প্রান্তে জালনোটের বাজার তৈরি না হয় সেজন্য আরবিআই আগে থেকে সকলকে সতর্ক করেছে। তাই সকলকে আগে থেকে সতর্ক করেছে তারা। যদি কারও কাছে জালনোট থাকে তাহলে তিনি যেন অবিলম্বে স্থানীয় প্রশাসন বা ব্যাঙ্কে গিয়ে জমা করে দেন।