আজকাল ওয়েবডেস্ক: ভক্ষকের সঙ্গেই রক্ষকের গভীর যোগাযোগ। ফলে প্রায়ই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। সম্প্রতি মধ্যপ্রদেশের একটি ঘটনা এই ধারনাই আরও পোক্ত হল।
একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দেকা যাচ্ছে, মধ্যপ্রদেশ পুলিশের দুই এএসআই-কে একটি জমায়েতে মালা পরিয়ে স্বাগত জানানো হচ্ছে। দুই পুলিশের মুখে তখন হাসি। কেক কাটা হচ্ছে। তাঁদের মিষ্টিমুখও করানো হচ্ছে। মান্দসৌরের পুলিশ সুপার অভিষেক আনন্দের দাবি, যিনি ওই দুই পুলিশ কর্মীকে মিষ্টি খাওয়াচ্ছেন তিনি পাপ্পু দায়মার। পাপ্পু দাগী আসামি। তাঁর বিরুদ্ধে পুলিশে বহু বড় বড় অপরাধের রেকর্ড রয়েছে।
এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। অপরাধীদের সঙ্গে পুলিশের যোগযোগ নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্নের মুখে পড়ে পুলিশের বিশ্বাসযোগ্যতা। এরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।মান্দসৌরের পুলিশ সুপারঅভিষেক আনন্দ কর্তৃক জারি করা একটি সরকারী আদেশে বলা হয় যে, ভাইরাল হওয়া একটি ভিডিওর ভিত্তিতে নই-আবাদী থানায় কর্মরত দুই এএসআই সুনীল তোমার এবং জগদীশ ঠাকুরের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হচ্ছে।
পুলিশ সুপারের আদেশে বলা হয়েছে যে, ওয়াইডি নগর থানা সীমানার অন্তর্গত দোদিয়ামীনার বাসিন্দা পাপ্পু দায়মার সঙ্গে কেক কাটতে দেখা গিয়েছে দুই পুলিশ কর্মীকে। দায়মার অপরাধমূলক রেকর্ড রয়েছে। তোমার এবং ঠাকুরকে বরখাস্ত করা হয়েছে এবং মান্দসৌরের সিটি পুলিশ সুপার-কে ভিডিও-টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
