আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানে সম্প্রতি কানওয়ার যাত্রীর দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে আলওয়ার জেলার বীচগঞ্জা গ্রামে। সূত্রে জানা গিয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি বুধবার অর্থাৎ ২৩ জুলাই ঘটেছে। দুইজন কানওয়ারিয়া প্রাণ হারিয়েছেন। ঘটনার জেরে প্রায় ৩০ জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানিয়েছে, একটি ট্রাক আচমকা ঝুলন্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার ফলে এই দুর্ঘটনা ঘটে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে যখন কানওয়ার যাত্রীদের একটি দল এবং স্থানীয় কিছু বাসিন্দা গ্রামের চারপাশে 'পরিক্রমা' (পারিক্রমা) করছিলেন। তাদের সঙ্গে থাকা একটি ট্রাক রাস্তা দিয়ে যাতায়াতকালীন ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এর ফলে অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন।

পুলিশ জানিয়েছে, এর ফলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একাধিক গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর সূত্রে জানা গিয়েছে৷ 

সূত্রে আরও জানা গিয়েছে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। লক্ষণগড়-মুন্ডাওয়ার রাস্তা অবরোধ করেন স্থানীয়রা । তাঁরা অভিযোগ করেন, ঝুলন্ত বৈদ্যুতিক তার সম্পর্কে আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। একাধিকবার জানানোর পরও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ প্রেমে পড়ার মত আর কী আছে! 'উনকে আন্দাজ-এ-করম' এর সুরে মাতালেন আইএএস অফিসার, ভিডিও ভাইরালে

তবে লক্ষণগড় এর তহসিলদার মমতা কুমারী জানান, তিনি এ ধরণের কোনও অভিযোগের বিষয়ে অবগত ছিলেন না। প্রশাসনের পক্ষ থেকে আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে তদন্তের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত কানওয়ার যাত্রা দিল্লিতে চরম বিশৃঙ্খলতার সৃষ্টি করেছে। দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম দিল্লির বিভিন্ন এলাকা থেকে স্থানীয়রা অত্যাধিক শব্দদূষণ, ট্র্যাফিক লঙ্ঘন ও রাতভর ঘুমহীন থাকার অভিযোগ করেছেন। খবর অনুযায়ী, ইতিমধ্যেই ২০০-র বেশি অভিযোগ দায়ের করেছেন পুলিশে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি, মহারানি বাগ ও আশ্রম-এর মতো আবাসিক এলাকাগুলি দিয়ে যাত্রীরা উচ্চ ভলিউমে গান বাজাতে বাজাতে ট্রাকে করে যাত্রা করছেন। এর জেরে স্থানীয় বাসিন্দাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে । পুলিশ জানিয়েছে, শুক্রবার থেকে প্রতিদিন গড়ে প্রায় ১০টি করে অভিযোগ আসছে শব্দ ও ট্র্যাফিক সংক্রান্ত বিষয়ে।

কানওয়ার যাত্রার সময় একটি সাজানো ট্রাকে দুই মহিলার নাচের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এই ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। সুত্রে জানা গিয়েছে, ভিডিও ক্লিপটি কোথায় করা হয়েছে তার সঠিক অবস্থান  এখনও অজানা। ভিডিওটিতে দেখা যাচ্ছে একদল কাঁওয়ারীয়া ভগবান শিবের ভক্ত, একটি চলন্ত ট্রাকের উপরে দাঁড়িয়ে একটি ফ্লাইওভার অতিক্রম করছেন। ঘটনা ঘিরে তীব্র ক্ষোভ। 

আরও পড়ুনঃ হাসপাতালের ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলায় মহিলা রিসেপশনিস্টের সঙ্গে যা হল, জানলে চমকে যাবেন

সূত্রে জানা গিয়েছে, সকলের দৃষ্টি আকর্ষণকারী বিষয় হল পুরুষ ভক্তদের উল্লাসধ্বনি। তারা উল্লাস করছে এবং ওই দুই মহিলার উচ্চস্বরে ডিজে সঙ্গীতের তালে নাচ। ভিডিওটিতে দেখা গিয়েছে, গোটা ট্রাকটি আলোকসজ্জা এবং বড় স্পিকার দিয়ে সজ্জিত। ঘটনার জেরে ধর্মীয় শোভাযাত্রায় অংশের চেয়ে বিনোদনের মঞ্চের মতো বেশি দেখাচ্ছিল।