আজকাল ওয়েবডেস্ক: পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ১০ মাসে অর্থাৎ অক্টোবর পর্যন্ত ৯২,৩৩৪টি সাইবার ক্রাইমের মামলা হয়েছে গোটা দেশ জুড়ে। সাইবার অপরাধীরা হাতিয়ে নিয়েছে ২১৪০ কোটি টাকা। বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সের মানুষদের ফাঁদে ফেলে টাকা হাতিয়েছে সাইবার অপরাধীরা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাইবার প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করতে বড়সড় পদক্ষেপ নিল ভারত সরকার। বিশেষ উদ্যোগ নিয়ে, মোট ১৭,০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সফলভাবে ব্লক করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, টেলিকম বিভাগ এবং আইফোরসি টিমের যৌথ প্রয়াসে বন্ধ করা হয়েছে ১৭,০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। জানা গিয়েছে, এই প্রত্যেকটি অ্যাকাউন্ট পরিচালিত হতক দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে। মূলত, কাম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, মায়ানমার থেকে এগুলি পরিচালিত করত সাইবার অপধারীরা। ডিজিটাল প্রতারণার মাধ্যমে ভারতীয়দের ফাঁদে ফেলতে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছিল এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলি। ৫০ শতাংশেরও বেশি অ্যাকাউন্ট ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে সক্রিয় ছিল বলে জানা গেছে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ডিজিটাল প্রতারণার মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলত। একাধিক সিম কার্ড ব্যবহার করে প্রতারণার পরিকল্পনা করা হত।
তবে দেশের বাইরে থেকে অ্যাকাউন্টগুলি পরিচালিত হওয়ায় বন্ধ করতে ঝক্কি পোয়াতে হয়েছে সরকারের আধিকারিকদের। জানা গিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এই অ্যাকাউন্টগুলো শনাক্ত করতে সক্ষম হন গোয়েন্দারা। এছাড়া, বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনী কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গে সহযোগিতা করে ১৭,০০০টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করতে সাহায্য করে। উল্লেখ্য, এর আগে নরেন্দ্র মোদি নিজের মন কি বাত অনুষ্ঠানে এসে আমজনতাকে ডিজিটাল অ্যারেস্ট থেকে সাবধানে থাকার বার্তা দেন। জানান, এই ধরনের সাইবার অপরাধ যাতে কমানো যায় তার জন্য সবসময়ই চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। তারপরেই এই খবর সামনে এল, যে কারণে খানিকটা হলেও স্বস্তিতে ভারতবাসী।
