আজকাল ওয়েবডেস্ক: বন্ধুর সঙ্গে ঘন ঘন ঘুরতে যাওয়া, তাকে লিফট দেওয়ায় বকেছিলেন মা। সেই অভিমানেই আত্মঘাতী ১৬ বছর বয়সী এক কিশোরী। ঘটনাটি গুজরাটের ভাদোদরার। আত্মহননের আগে মাকে অভিমান-ভরা একটি চিঠিও লিখে গিয়েছে নবম শ্রেণির ছাত্রীটি।
পুলিশ জানিয়েছে, বাবা হারা মেয়েটিকে দুই দিন আগেই বকেছিলেন মা। নিয়মিতভাবে বন্ধুকে লিফট দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। মা প্রশ্ন করেছিলেন, কেন বন্ধুটি তার মেয়ের উপর নির্ভর না করে নিজের গাড়ি ব্যবহার করতে পারে না। তারপর থেকে মনমরা ছিল মেয়েটি।
মর্মান্তিক ঘটনার সময় পাশের বাড়িতে কাজ করতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর দেন আসপাশের সকলকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছেন যে, ঘটনাস্থল থেকে মায়ের উদ্দেশ্যে মেয়ের লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। মৃতা কিশোরী, মা-কে একটি চিঠিতে লিখেছিলেন, "মা, তোমার মেয়ে আর তোমার নিয়ন্ত্রণে নেই। সবাই খুশিতে থেকো। আমি যাচ্ছি।"
মেয়েটি তার মাকে, ছোট ভাইয়ের যত্ন নিতেও বলেছে এবং লিখেছে, "ভালোবাসি মা, তোমাকে।"
পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করেছে এবং আরও তদন্ত চালাচ্ছে।
