আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানার মেদচল জেলায় নিজের ৩৯ বছর বয়সি মাকে খুন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে এক ১৬ বছরের স্কুলছাত্রী। অভিযোগ, প্রেমে বাধা দেওয়াতেই রাগে এমন নৃশংস কাণ্ড ঘটিয়েছে ওই পড়ুয়া। জানা গিয়েছে, তাকে সাহায্য করেছে তার প্রেমিক ও প্রেমিকের ভাই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কিশোরী দশম শ্রেণির ছাত্রী। তার মায়ের নাম অঞ্জলি। প্রেমিক পাগিল্লা শিবা (১৯) ও তার ভাই পাগিল্লা যশবন্ত (১৮)-এর সঙ্গে মিলে ওই কিশোরী তার নিজের মাকে শ্বাসরোধ করে খুন করে এবং পরে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি হায়দরাবাদের উপকণ্ঠ জিডিমেটলায় ঘটলেও এলাকাটি মেদচল জেলার আওতায় পড়ে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল। তিনজনের বিরুদ্ধেই মামলা রুজু হয়েছে এবং বর্তমানে অভিযুক্তদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, দফায় দফায় জিজ্ঞাসাবাদের মাধ্যমে গোটা ঘটনার পিছনে কী কারণ ছিল ও ঘটনার বিবরণ জানার চেষ্টা চলছে।

অন্যদিকে, গত মাসে এমনই আরও এক মর্মান্তিক ঘটনা ঘটেছে ওড়িশার গজপতি জেলায়। সেখানে ১৩ বছর বয়সি এক কিশোরী ও তার দুই পুরুষ সঙ্গী মিলে খুন করে ওই কিশোরীর মাকে। জানা গিয়েছে, ওই মহিলা কিশোরীকে ছোটবেলা থেকে দত্তক নিয়ে মানুষ করেছিলেন। নিহত মহিলার নাম রাজলক্ষ্মী কর (৫৪)। পুলিশ জানায়, ওই কিশোরীর এক মন্দিরের পুরোহিত গণেশ রাঠ ও এক ব্যক্তি দিনেশ সাহুর সঙ্গে সম্পর্ক ছিল। রাজলক্ষ্মী এই সম্পর্কের বিরোধিতা করায় কিশোরী ও তার সঙ্গীরা তাকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। মৃতার সম্পত্তির দিকেও নজর ছিল অভিযুক্তদের।