আজকাল ওয়েবডেস্ক: অবশেষে স্বস্তি! ঘরের সন্তানরা ফিরল ঘরে। ইরান-ইজরায়েল সংঘাতের আবহে ভারতে ফিরলেন ১১০ জন পড়ুয়া। বৃহস্পতিবার ভোরে দিল্লিতে পৌঁছন তাঁরা। ইরানে অস্থির পরিস্থিতি থেকে ভারতে পৌঁছেই কেন্দ্রের সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন সকল পড়ুয়াই। তবে দেশে ফেরার পরেই তাঁদের ক্ষোভ দানা বেঁধেছে। দিল্লি থেকে জম্মু ও কাশ্মীরে যাওয়ার জন্য যে বাসের আয়োজন করা হয়েছে সরকারের তরফে, তা অতি নিম্নমানের বলেই জানিয়েছেন পড়ুয়ারা। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই ছবিও।

 

ঘটনাটি ঘিরে শোরগোল পড়তেই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ৯৪ পড়ুয়াকে রাজ্যে ফেরাতে জম্মু কাশ্মীর স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফে ডিলাক্স বাসের আয়োজন করা হচ্ছে। 

 

?ref_src=twsrc%5Etfw">June 19, 2025

'অপারেশন সিন্ধু'-এর মাধ্যমে ইরানের উর্মিয়া মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে ১১০ জন পড়ুয়াকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। প্রথম দলটি আর্মেনিয়া, দোহা হয়ে দিল্লিতে আজ ভোরে পৌঁছয়। পরিসংখ্যান অনুযায়ী, ইরানে ১৩ হাজার ভারতীয় পড়ুয়া রয়েছেন। মুহুর্মুহু মিসাইল হামলার মধ্যেই তাঁদের নিরাপদে দেশে ফেরানোর কাজ জারি রয়েছে। 

 

ভয়ে, আতঙ্কে ইরান থেকে দেশে ফিরেও ঝক্কির শেষ হল না। দিল্লিতে পা রেখেই এক পড়ুয়া জানিয়েছেন, 'এতক্ষণ জার্নির পর সত্যিই আমরা খুব ক্লান্ত। এত নিম্নমানের বাসে ফের জার্নি করাটাও কঠিন। মুখ্যমন্ত্রীকে ভাল বাসের পরিষেবা প্রদানের জন্য অনুরোধ করছি।' জম্মু ও কাশ্মীর ছাত্র সংগঠনের তরফে এক্স হ্যান্ডেলে সরকারি বাসের শোচনীয় দশার ছবিও ভাগ করেছে। পোস্টে লিখেছে, 'ইরান থেকে আর্মেনিয়া, দোহা হয়ে চারদিন জার্নি করে দেশে ফিরলেন কাশ্মীরি পড়ুয়ারা। কিন্তু রাজ্যে পৌঁছনোর জন্য তাঁদের জন্য অতি নিম্নমানের বাসের আয়োজন করা হয়েছে। যেখানে অন্য রাজ্যের পড়ুয়াদের জন্য বিমান পরিষেবা দেওয়া হয়েছে।'