আজকাল ওয়েবডেস্ক: ১০ জঙ্গি নিকেশ মণিপুরে। সেনার গুলিতে। বুধবার মণিপুর রাজ্যের মায়ানমার সীমান্ত লাগোয়া চান্দেল জেলায় জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পারে সেনা। তার পরেই ওই জেলার নিউ সামতাল গ্রামে শুরু হয় তল্লাশি অভিযান। অভিযান শুরু হতেই জঙ্গিদের তরফে গুলিবর্ষণ শুরু হয়। পাল্টা গুলি চালিয়ে ১০ জঙ্গিকে নিকেশ করেন অসম রাইফেলসের সদস্যরা। ওই জায়গা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।
সেনার পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মণিপুরের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া ওই এলাকায় হানা দেন অসম রাইফেলসের স্পিয়ার কর্পসের সদস্যেরা। তল্লাশি এবং জঙ্গিদমন এখনও চলছে বলে জানিয়েছে সেনা।
প্রসঙ্গত, পাক সীমান্তবর্তী এলাকায় উত্তেজনার আবহেই গত ৮ মে দেশের উত্তর–পূর্বাঞ্চলে জঙ্গিদমন অভিযান শুরু হয়েছিল। গত সপ্তাহে মণিপুর থেকে গ্রেপ্তার করা হয় ১৩ জঙ্গিকে। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে গত দু’বছর ধরে উত্তাল মণিপুর। এই অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে চিনপন্থী জঙ্গিগোষ্ঠীগুলি সেখানে সক্রিয় হয়ে উঠেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নিষিদ্ধ সেই সমস্ত গোষ্ঠীর জঙ্গিদের ধরতে সম্প্রতি সক্রিয়তা বাড়িয়েছে পুলিশ এবং সেনা। এই পরিস্থিতিতে সেনার গুলিতে মণিপুরে এবার নিকেশ হল দশ জঙ্গি।
