পুরুষ এবং মহিলারা প্রায়শই একটি অদৃশ্য সীমানা মেনে চলার চেষ্টা করেন এবং ভদ্র আচরণ করেন। সম্প্রতি, একজন মহিলা গণপরিবহনে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে এক নতুন আলোচনার জন্ম দিয়েছেন। তাঁর মতে, অনেক মহিলা বয়স্ক পুরুষদের তুলনায় কম বসয়ী যুবকদের পাশে বসতে নিরাপদ বোধ করেন।
2
7
মহিলাটির দাবি, কম বয়সী পুরুষরা বেশি সম্মান দেখান। অন্যদিকে, ৪০ এবং ৫০ বছর বয়সী পুরুষরা কখনও কখনও অবাঞ্ছিত ভাবে তাকিয়ে থাকেন এবং নানা অছিলায় স্পর্শ করে মহিলাদের বিব্রত করে তুলতে পারেন।
3
7
একজন নিত্যযাত্রী হিসেবে তিনি উল্লেখ করেছেন যে, মানসিক শান্তি এবং সুরক্ষার জন্য তিনি সর্বদা একজন কম বয়সী পুরুষের পাশে বসতে পছন্দ করবেন। অন্যদিকে, পুরুষরা বলেন যে তাঁরা বেশিরভাগ ক্ষেত্রেই অপরিচিত মহিলার পাশে বসতে অস্বস্তি বোধ করেন তাই তাঁরা ভদ্র আচরণ করেন।
4
7
অনেকে মজার উদাহরণও পেশ করেছেন যে কীভাবে তাঁরা গণপরিবহণে মহিলাদের স্পর্শ বা চোখে চোখ এড়াতে চেষ্টা করেন। কেউ ফোন দেখার ভান করেন তো কেউ খেলার স্কোর দেখার। অন্য কোথাও মনোযোগ ধরে রাখার জন্য যা খুশি পড়তে শুরু করে দেওয়া ইত্যাদি।
5
7
সম্প্রতি রেডিটে দিল্লি মেট্রোয় চড়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন এক মহিলা। ওই মহিলা লিখেছিলেন শালিমার বাগ থেকে রিথালার পথে কীভাবে এক বয়স্ক ব্যক্তির অভব্য আচরণের শিকার হতে হয়েছিল তাঁকে।
6
7
মহিলার দাবি, নেতাজি সুভাষ প্লেস স্টেশনে ওই ব্যক্তি তাঁর পাশে এসে বসেন এবং তাঁর শরীর হাল্কা স্পর্শ করেন। মহিলা ভেবেছিলেন সেটি দুর্ঘটনাবশত। কিছুক্ষণ পরেই, ওই ব্যক্তি আরও ইচ্ছাকৃতভাবে মহিলাটিকে স্পর্শ করতে থাকেন। এরপরেই ওই ব্যক্তি মহিলার কাঁধে রাখেন। এই কীর্তির ফলে যথেষ্ট অস্বস্তিতে পড়ে যান মহিলা এবং নার্ভাস বোধ করে।
7
7
প্রতিবাদ করতেই ক্ষমা চেয়ে নেন ওই ব্যক্তি। কিন্তু পরে ওই মহিলার গাল স্পর্শ করেন এবং তাঁর কোলে হাত রেখে পরবর্তী স্টপেজে নেমে যান। এই অভিজ্ঞতা মহিলাকে আতঙ্কিত করে তুলেছিল।