আকাশের বুকে পাখিরা দলবদ্ধভাবে উড়ে বেড়ায়। সেখান থেকে তাদের দেখতে কতটা ভাল লাগে সেটা বলে বোঝানো যাবে না। তবে এটা অনেকেই জানেন না কেন পাখিরা আকাশের বুকে ভি তৈরি করে উড়ে বেড়ায়।
2
8
যেকোনও বিমান আকাশে ওড়ার সময় যে নীতি নেয় সেই একই নীতি নেয় পাখিরা। পরিযায়ী পাখিরা আকাশে ভি তৈরি করে উড়ে যায়। একে বলা হয় বার্ড ফ্লাইট।
3
8
এর পিছনে পাখিদের নিজস্ব একটি ধারণা থাকে। তারা কোন পথে যাবে সেটি এখান থেকেই তারা তৈরি করে। দীর্ঘসময় ধরে আকাশে উড়তে এটাই তাদের সাহায্য করে থাকে।
4
8
দীর্ঘদিন ধরে আকাশে উড়তে হয় বলে পাখিরা আকাশে এই ধরণের আকার তৈরি করে। এরফলে তারা আকাশের অনেক উঁচুতে উড়তে পারে। দীর্ঘসময় ধরে তারা বাতাসকেও কাজে লাগাতে পারে।
5
8
প্রকৃতি পাখিদের এমনভাবে তৈরি করেছে যে তাদের দেহটি একটি বিমানের মতোই থাকে। আকাশের বুকে কোন পথে তারা যাবে সেটিও নির্ধারণ করে এই ভি আকার।
6
8
ভি আকার পাখিদের অনেক উঁচুতে উড়তে সাহায্য করে। তারা আকাশে ওড়ার সময় অসুস্থ হয়ে পড়ে না। সহজেই তারা দিক নির্ণয় করতে পারে।
7
8
পরিযায়ী পাখিরা এই আকারে উড়তে পারে বলে তারা আকাশ থেকে কখনই হারিয়ে যায় না। একজন নির্দিষ্ট নেতার দেখানো পথ ধরে তারা আকাশে উড়তে থাকে। তাদের কোনও সমস্যা হয় না।
8
8
ভি আকারে উড়তে পারে বলে পাখিদের হার্ট ভাল থাকে। তারা খুব কম পাখনা নেড়ে আকাশে ভেসে থাকতে পারে। প্রকৃতি এক স্মার্ট পরিচালক। সেখান থেকে পাখিরা দ্রুত নিজেদের কাজ শিখে নিতে পারে।