বিখ্যাত ইউটিউবার সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াজ গট লেটেন্ট' নিয়ে বিতর্ক চলছেই। ইউটিউবার রনবীর আল্লাহবাদিয়া-র অশ্লীল মন্তব্যে সেই বিতর্ক আরও মাথাচাড়া দিয়েছে।
2
9
এর মাঝে কটাক্ষের শিকার হতে হচ্ছে আরও এক ইনফ্লুয়েন্সারকে। নাম অপূর্বা মুখিজা। ইনস্টাগ্রামে পরিচিত 'দ্য রেবেল কিড'। সময়ের অনুষ্ঠানে মহিলাদের যৌনাঙ্গ নিয়ে মন্তব্যের জেরে কটাক্ষ শুনতে হচ্ছে তাঁকে।
3
9
কোভিড অতিমারির সময় থেকে ছোট ছোট রিল এবং ভ্লগ বানানো দিয়ে হাতেখড়ি। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা পেয়ে যান অপূর্বা। ইনস্টাগ্রামে প্রায় ২৭ লক্ষ অনুগামী রয়েছে তাঁর।
4
9
দিল্লির বাসিন্দা অপূর্বা বর্তমানে মুম্বইয়ে বসবাস করেন। পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার ইনফ্লুয়েন্সার হওয়ার আগে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতেন।
5
9
কোভিড অতিমারির সময় তাঁর ভিডিও ক্রমশ জনপ্রিয়তা পেতে শুরু করে। বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার সঙ্গেও কাজ করা শুরু করেন তিনি। নাইকি, অ্যামাজন, মেটা এবং মেইবিলিন-এর মতো নামি সংস্থার সঙ্গে কাজ করেছেন। ফোর্বসের 'সেরা ১০০ ডিজিটাল স্টার্স'-এর তালিকাতেও নাম রয়েছে তাঁর।
6
9
নিজেকে 'কালেশি অউরাত' বলেও পরিচয় দেন তিনি। ইউটিউবে একটি চ্যানেল রয়েছে অপূর্বার। সেখানেও অনুরাগী সংখ্যা কয়েক লক্ষ।
7
9
'ইন্ডিয়াজ গট লেটেন্ট'-এ মন্তব্যের জেরে বিতর্ক এই প্রথম নয়। এর আগেও একাধিকবার অশ্লীল মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে।
8
9
কিছুদিন আগেও দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে একটি ঝামেলায় জড়িয়ে পড়েন। যদিও সেই বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি এখনও।
9
9
'ইন্ডিয়াজ গট লেটেন্ট' শোয়ে মন্তব্যের জেরে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মুম্বই পুলিশ এবং মহারাষ্ট্র মহিলা কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। অসম পুলিশের কাছে সময় রায়না, রনবীর আল্লাহবাদিয়া এবং অপূর্বার পাশাপাশি বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। (সব ছবি ইনস্টাগ্রাম থেকে)