বাঁদিকের পাঁজরের নীচের অংশে প্লীহায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রাথমিকভাবে তাঁকে সিডনির এক হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে আপাতত বিপদ কেটেছে শ্রেয়সের।
2
7
চিকিৎসকদের অনুমান, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তারকা ব্যাটারের অন্তত তিনমাস সময় লাগবে। রিহ্যাবের সময়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে শ্রেয়সকে। যাতে কোনওভাবেই রক্তক্ষরণ না হয়।
3
7
চোট লাগার পর স্ক্যান করে প্লীহায় আঘাতের চিহ্ন পাওয়া যায় শ্রেয়সের। জানা যায়, প্লীহায় আঘাতের কারণেই শুরু হয় রক্তক্ষরণ। তার জেরেই শ্রেয়স ড্রেসিংরুমে অজ্ঞান হয়ে পড়েছিলেন।
4
7
জানা গিয়েছে, প্লীহার চোট অবহেলা করলে তা প্রাণঘাতী হতে পারে। কারণ, এই চোটে ইন্টারনাল ব্লিডিংয়ের সম্ভাবনা থাকে বেশি। সে কারণে প্লীহায় আঘাত লাগার পর শ্রেয়সকে নিয়ে উদ্বেগ ছড়ায়।
5
7
জানা গিয়েছে রিহ্যাবের এই সময়টা পুরোপুরি বিশ্রামে থাকতে হবে শ্রেয়সকে। দেহে আঘাত লাগতে পারে এমন কোনও কাজ করা যাবে না। ভারী বা কষ্টসাধ্য কাজ থেকেও দূরে থাকতে হবে। সামান্যতম আঘাত লাগলেও ফের প্লীহা থেকে রক্তক্ষরণ হতে পারে।
6
7
অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘গত দু’দিন ধরে আমি শ্রেয়সের সঙ্গে যোগাযোগ রাখছি। ও এখন ফোনে উত্তর দিচ্ছে, ও ভাল আছে, স্থিতিশীল আছে। ডাক্তাররাও ওর পাশে আছেন, তবে আগামী কয়েকদিন তাঁকে নজরদারিতে রাখা হবে।’
7
7
সূর্য আরও বলেন, ‘শ্রেয়স এখন অনেকটাই সুস্থতার পথে। আমরা সবাই ওর দ্রুত আরোগ্য কামনা করছি। ওর মতো একজন খেলোয়াড়ের মাঠে না থাকা বড় ক্ষতি’।