পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে শূন্য রানের আউট হয়ে ফিরতে হয়েছে বিরাট কোহলিকে। তবে অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে কোহলির সামনে রয়েছে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ।
2
7
অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম শূন্য রানে আউট হলেন কোহলি। তবে অ্যাডিলেডে তাঁর রেকর্ড বরাবরই দারুণ। এখানেই তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙার দোরগোড়ায়।
3
7
পরিসংখ্যান বলছে, ধোনি অ্যাডিলেড ওভালে ছ’ইনিংসে তিনটি অর্ধশতরানে ভর করে ২৬২ রান করেছেন, গড় ১৩১। কোহলি মাত্র চার ইনিংসে ২৪৪ রান করেছেন ৬১ গড়ে, যেখানে রয়েছে দুটি শতরান। অর্থাৎ, ধোনিকে ছাড়িয়ে যেতে কোহলির প্রয়োজন মাত্র ১৯ রান।
4
7
শেষবার কোহলি এই ভেন্যুতে খেলেছিলেন ২০১৯ সালে। সেদিন অধিনায়ক হিসেবে তিনি ১১২ বল থেকে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, যাতে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা।
5
7
তাঁর সেই ইনিংসের সুবাদে ভারত চার বল বাকি থাকতে ২৯৯ রানের লক্ষ্য তুলে নেয়। সেই ম্যাচে রোহিত শর্মা করেছিলেন ৪৩ রান, যা অ্যাডিলেডে তাঁর সর্বোচ্চ স্কোর, আর ধোনি অপরাজিত ছিলেন ৫৫ বলে ৫৫ রানে।
6
7
অ্যাডিলেড ওভালে সবচেয়ে বেশি ওয়ানডে রান করা বিদেশি ব্যাটারদের তালিকায়ও উপরে ওঠার সুযোগ থাকবে কোহলির সামনে। এই তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। ধোনি রয়েছেন ১১ নম্বরে।
7
7
পার্থে প্রথম ওয়ানডেতে মিচেল স্টার্কের বলে কোহলি আউট হন। আউট সুইঙ্গারে ক্যাচ দিয়ে বসেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। পাশাপাশি, অ্যাডিলেডে অস্ট্রেলিয়া দলে ফিরছেন অ্যাডাম জাম্পা যিনি কোহলিকেও আগে বেশ কয়েকবার আউট করেছেন।