২০২৫-২৬ মরসুমে ফোর্বসের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবে এখনও দাপিয়ে খেলছেন তিনি। আনুমানিক ২৮০ মিলিয়ন ডলার আয় রোনাল্ডোর। দ্বিতীয় স্থানাধিকারী লিওনেল মেসির দ্বিগুণেরও বেশি আয় করেন তিনি।
2
5
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন গ্রেট লিওনেল মেসি, যার আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১৩০ মিলিয়ন ডলার, যা তার মার্কিন ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলার চেয়ে মাঠের বাইরের আয়ের চেয়ে বেশি। মার্কিন বাজারে মেসির ব্র্যান্ড ভ্যালু তাঁর এই বিশাল আয়ের একটি মূল কারণ।
3
5
সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের সঙ্গে তাঁর বিশাল চুক্তির কারণে, রোনাল্ডোর প্রাক্তন রিয়াল মাদ্রিদের সতীর্থ করিম বেনজেমা তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। যার বার্ষিক মোট সম্পদের পরিমাণ ১০৪ মিলিয়ন ডলার। রোনাল্ডে এবং মেসির মতো, ২০২২ সালের ব্যালন ডি'অর জেতার পর বেনজেমার চাহিদাও আকাশচুম্বী হয়ে ওঠে।
4
5
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হওয়ার পর কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যায় এমবাপ্পের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার লক্ষ্য। চোট-আঘাতের পাশাপাশি, ফরাসি ফরোয়ার্ডকে তাঁর প্রাক্তন ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই-এর টুর্নামেন্ট জয় দেখতে হয়েছিল। ২০২৫ সালে তাঁর মোট সম্পদের পরিমাণ ৯৫ মিলিয়ন ডলার। যা তাকে বিশ্ব ফুটবলের শীর্ষ উপার্জনকারী খেলোয়াড়দের একজন করে তুলেছে।
5
5
১০৪টি প্রিমিয়ার লিগ ম্যাচে ৯৪টি গোল করে, ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার ইংল্যান্ডের ফুটবল পিরামিডের শীর্ষে অ্যালান শিয়েরারকে পিছনে রেখে দ্রুততম ১০০টি গোল করা খেলোয়াড় হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। ২০২৫-২৬ মরসুমে হাল্যান্ডের মোট সম্পদের মূল্য ৮০ মিলিয়ন ডলার, যা তাকে তালিকার সবচেয়ে ধনী প্রিমিয়ার লিগ খেলোয়াড় করে তুলেছে।