২০২৫-এর বক্স অফিসে বাংলা ছবির দাপট কেমন ছিল? স্যাকনিল্কের রিপোর্ট বলছে, বছর জুড়ে দর্শকের মন জয় করে বেশ কয়েকটি বাংলা ছবি দারুণ ব্যবসা করেছে। স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী কোন কোন ছবি জায়গা করে নিল টপ লিস্টে? এক ঝলকে দেখে নেওয়া যাক-
2
6
দ্য একেন: বেনারসে বিভীষিকা: এসভিএফ-এর প্রযোজনা সংস্থা প্রযোজিত এই ছবিতে বলাই বাহুল্য নামভূমিকায় দেখা গিয়েছে অনির্বাণ ভট্টাচার্য-কে। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সুহত্র মুখোপাধ্যায়, সোমক ঘোষ, ঋষভ বসু। ভাবেতে ৭.৪৫ কোটি টাকা আয় করার পাশাপাশি বিশ্বব্যাপী মোট ৮.৩৯ কোটি টাকা আয় করেছে এই ছবি।
3
6
রঘু ডাকাত: ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই পিরিয়ড ফিল্ম যৌথভাবে প্রযোজনার দায়িত্ব নিয়েছিল এসভিএফ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। নামভূমিকায় দেখা গিয়েছে দেব-কে। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ইধিকা পাল, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, ওম সাহানি, রূপা গঙ্গোপাধ্যায়। দেশে ৮.০৪ কোটি টাকা আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ৯.৩৪ কোটি টাকা যায় করেছিলেন এই ছবি।
4
6
রক্তবীজ ২: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি পুজোর সময়ে বেশ সাড়া ফেলেছিল। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়কে। এ ছবির প্রযোজনার দায়িত্বে ছিল শিবু-নন্দিতার প্রযোজনা সংস্থা উইন্ডোজ। ৪.১৭ কোটি টাকা ভারতে যায় করার পাশাপাশি বিশ্বব্যাপী এ ছবির মোট আয় ৪.৮৪ কোটি টাকা।
5
6
প্রজাপতি ২ : বড়দিনে মুক্তি পেয়েছে দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবি। অভিজিৎ সেন পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছে বেঙ্গল টকিজ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারর্স। ছবিতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, অনুমেঘা কাহালি, ইধিকা পাল-ও। দেশজুড়ে আপাতত ২.৪৪ কোটি টাকা আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী এ ছবি ঝুটিতে পুরে নিয়েছে মোট ২.৭৩ কোটি টাকা।
6
6
ধূমকেতু: পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়। মুখচরিত্রে দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। প্রায় ১০ বছর আগের এই ছবির জন্য আগ্রহের পারদ ছিল তুঙ্গে। রানা সরকার ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারর্স প্রযোজিত এই ছবি দেশ থেকে তুলে নেয় ৮.৬৯ কোটি টাকা এবং বিশ্বব্যাপী এই ছবির কালেকশন গিয়ে থামে ৯.৭৪ কোটি টাকায়।