বৈদিক পঞ্চাঙ্গ মতে, ২০২৬ সালের একদম গোড়াতেই একাধিক গ্রহ স্থান বদল করবে। আর তার জেরেই ১ জানুয়ারি তৈরি হবে শুভ এবং এক বিরল যোগ। তৈরি হবে চতুর্গ্রহী যোগ। এই যোগের শুভ প্রভাব পড়বে একাধিক রাশির জীবনে। ছবি- সংগৃহীত
2
8
১ জানুয়ারি ধনু রাশিতে প্রবেশ করবে সূর্য, বুধ, মঙ্গল এবং চন্দ্র। একসঙ্গে চারটে গ্রহ একই রাশিতে অবস্থান করবে বলে তৈরি হবে চতুর্গ্রহী যোগ। এর জেরে ৩ রাশির ৩০ বছর পর সুবর্ণ সময় তৈরি হচ্ছে। ভাগ্য চমকাবে যেমন, তেমনই রয়েছে নতুন চাকরির যোগ। হতে পারে বিপুল ধনপ্রাপ্তি। ছবি- সংগৃহীত
3
8
মেষ: ধার্মিক বা মঙ্গলিক কোনও কাজ করলে তাতে সফলতা পাবেন। দেশের বিভিন্ন প্রান্তে বা বিদেশে যেতে পারেন। কাজের জায়গায় আপনার কথার গুরুত্ব বৃদ্ধি পাবে। আপনার কথা বা পরামর্শ শুনে কাজ হবে। বসের সাহায্য পাবেন। ছবি- সংগৃহীত
4
8
যাঁরা নিজেদের পরিচিতি গড়ে তুলতে চাইছেন তাঁরা সেই চেষ্টায় সফল হবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হবেন। যাঁরা নতুন চাকরি খুঁজছেন বহুদিন ধরে বা চাকরি বদলের কথা ভাবছেন তাঁদের জন্য এই সময়টা আদর্শ। নতুন প্রজেক্ট পেতে পারেন। ছবি- সংগৃহীত
5
8
সিংহ: সন্তানের কারণে সুখবর পাবেন। যাঁরা সিঙ্গল তাঁরা মিঙ্গল হবেন, অর্থাৎ হয় নতুন সম্পর্কে জড়াবেন নতুবা বিয়ের কথা পাকা হবে। নতুন প্রজেক্ট শুরু করেই সফলতা পাবেন। ছবি- সংগৃহীত
6
8
যাঁরা চাকুরীজীবী তাঁরা উচ্চপদস্থ কর্মকর্তাদের নেক নজরে যেমন পড়বেন, তেমনই তাঁদের থেকে সাহায্য পাবেন। খ্যাতি, পরিচিতি দুই বৃদ্ধি পাবে। হঠাৎ ধনপ্রাপ্তির যোগ রয়েছে। ছবি- সংগৃহীত
7
8
ধনু: এই রাশিতেই যেহেতু এই যোগ তৈরি হচ্ছে সেহেতু এই রাশির জাতকেরা লাভবান হবেন। এঁদের আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। সমাজ এবং কাজের জায়গায় মান, সম্মান বাড়বে। বৈবাহিক জীবনে সুখের হাওয়া লাগবে। সঙ্গীর থেকে সারপ্রাইজ পেতে পারেন। ছবি- সংগৃহীত
8
8
বুদ্ধির জোরে, কাজ দেখিয়ে চাকুরিজীবীরা এই সময় প্রশংসা পাবেন। পরিবারে শান্তি বজায় থাকবে। মানসিক শান্তি অটুট থাকবে। কেরিয়ারে উন্নতি যেমন হবে, যাঁরা পড়াশোনা করছেন তাঁরাও পরীক্ষায় ভাল ফল করবেন। ছবি- সংগৃহীত