আত্মসম্মান নাকি অহঙ্কার? জেনে নিন কোন রাশি সবচেয়ে জেদি
নিজস্ব সংবাদদাতা
২৬ নভেম্বর ২০২৫ ১৬ : ৪১
শেয়ার করুন
1
5
জীবনের প্রতিটি পর্যায়ে মানুষ কখনও না কখনও সাহায্যের প্রয়োজন অনুভব করে। কিন্তু সবাই সমানভাবে তা গ্রহণ করতে সক্ষম নয়। জ্যোতিষশাস্ত্র বলছে, কিছু রাশির জাতক-জাতিকার মধ্যে আত্মসম্মানবোধ এতটাই প্রবল থাকে যে তাঁরা কোনও পরিস্থিতিতেই সহজে মাথা নত করতে চান না।
2
5
মেষ রাশির জাতক-জাতিকারা অত্যন্ত গর্বিত এবং আত্মবিশ্বাসী স্বভাবের। নিজের ভুল স্বীকার করা বা কারও কাছে সাহায্য চাওয়া তাঁদের কাছে প্রায় অসম্ভব। সম্মান বজায় রাখতে প্রয়োজন হলে সুযোগ হারানোও তাঁদের কাছে গ্রহণযোগ্য।
3
5
সিংহ রাশির মানুষের ব্যক্তিত্বে থাকে রাজসিকতা ও নেতৃত্বের ভাব। তাঁরা চান অন্যরা তাঁদের সম্মান করুক এবং মর্যাদা স্বীকার করুক। কোনও সংকটে অন্যের সাহায্য নেওয়া তাঁদের কাছে দুর্বলতা হিসেবে ধরা হয়।
4
5
মকর রাশির জাতকেরা বিচক্ষণ, বাস্তববাদী এবং নিয়মমাফিক চলতে অভ্যস্ত। তাঁরা বিশ্বাস করেন, তাঁদের সিদ্ধান্তই সঠিক, তাই অন্যের মতামত বা সাহায্যকে খুব একটা গুরুত্ব দেন না। কঠিন পরিস্থিতিতেও একা লড়াই করাই তাঁদের স্বভাব।
5
5
আত্মসম্মান ও আত্মবিশ্বাস একটি শক্তি— তবে অতিরিক্ত হলে তা সম্পর্ক এবং সিদ্ধান্তে দূরত্ব তৈরি করতে পারে। সাহায্য গ্রহণ করা দুর্বলতা নয়, বরং বাস্তবতার অংশ। জীবনে কখনও কখনও মাথা নত করাও বুদ্ধিমত্তার পরিচয়।