পাখির আঁচড়ে মৃত্যু! শুনে অনেকে অবাক হলেও, ঘটনা একেবারে সত্যি। তথ্য অন্তত তাই। এমন ভয়ঙ্কর পাখিও রয়েছে বিশ্বে, যার হামলায় মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে।
2
8
পাখির নাম কী? নাম ক্যাসোয়ারি। কালচে, নীলচে রঙের ছটা শরীর জুড়ে। বড় ঠোঁট। কিন্তু সবচেয়ে ভনায়ক কী বলুন তো এই পাখির? তার নখ, ঠোঁট।
3
8
উচ্চতা এবং ওজনেও বিশালাকৃতির। যদিও এই বিষয়ে তার থেকে আগে রয়েছে উটপাখি। তবে হ্রিংসতায় উটপাখির চেয়ে কয়েককদম এগিয়ে ক্যাসোয়ারি।
4
8
এক একটি ক্যাসোয়ারির উচ্চতা হয় প্রায় সাড়ে পাঁচফুট, ওজন হয় অন্তত ৬০ কেজি। বাঁচেও প্রায় ৫০-৬০ বছর। মাথার উপরে প্রায় ৭ ইঞ্চি লম্বা, চ্যাপ্টা ঝুঁটি, যেটিকে ক্যাসকও বলা হয়।
5
8
পায়ের নখ সবচেয়ে ভয়ানক। তিনটি আঙ্গুল, মাঝের আঙুল ধারাল ফলার মতো। ওই আঙুল আর শক্ত ঠোঁটের আঘাতেই জখম করে মানুষকে। তাতে মৃত্যু পর্যন্ত হয়।
6
8
কোথায় দেখা মেলে এই পাখির? মূলত উত্তরপূর্ব অস্ট্রেলিয়ার উষ্ণমণ্ডলীয় জঙ্গল, নিউগিনি এবং সংলগ্ন কিছু দ্বীপের স্যাঁতস্যাঁতে রেনফরেস্টে তাদের দেখা মেলে।
7
8
পাখি হলেও, এরা কিন্তু উড়তে পারে না। গ্রীষ্মের শেষ ও বর্ষার শুরুর সময় হল এদের প্রজননের সময়। প্রজননের পর, ডিম পাড়া হলে সেই ডিম আগলে রাখা, তা দেওয়া সব কাজ পুরুষ ক্যাসোয়ারির।
8
8
প্রায় দু’ শতাধিক আক্রমণের ঘটনা ঘটিয়েছে এই পাখি। তাদের হামলায় মৃত্যু পর্যন্ত ঘটেছে মানুষের।