১৮ বছরে প্রথম। আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। কোহলির হল স্বপ্নপূরণ। মঙ্গলবার রাতেই বেঙ্গালুরুর রাস্তায় উৎসবে মেতেছিলেন আরসিবি ভক্তরা।
2
8
আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে ১৮ বছরের খরা কাটিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি হওয়া সত্ত্বেও কোটিপতি লিগ জেতার জন্য দীর্ঘ ১৮ বছর অপেক্ষা করতে হয় আরসিবিকে।
3
8
আইপিএল ফাইনালে আরসিবির জয়ের পর তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বজুড়ে বিভিন্ন সেলিব্রিটিরা। শুধু ক্রীড়াক্ষেত্রেই নয়, বিভিন্ন জগতের মানুষ চোখ রেখেছিলেন আইপিএল ফাইনালে।
4
8
কোহলিদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। কিন্তু তাদের মধ্যে একজন তারকার পোস্ট চোখে পড়েছে বিশেষভাবে। তিনি পেশায় একজন পর্নতারকা।
5
8
পর্ন ইন্ডাস্ট্রিতে এই তারকা অত্যন্ত জনপ্রিয়। বহুদিন ধরেই বিদেশে পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়া ঘাঁটলে চোখে পড়বে ভারত সম্পর্কিত একাধিক পোস্ট।
6
8
তিনি যে ভারতকে অত্যন্ত ভালবাসেন তা পোস্টগুলি দেখলেই বোঝা যায়। তিনি হলেন কেন্দ্রা লাস্ট। আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর বিশেষ পোস্ট করেছেন তিনি।
7
8
পোস্টে কেন্দ্রা লিখেছেন, ‘বিরাট, আরসিবির হয়ে ট্রফি জিতে আবেগপ্রবণ। ‘কিং’-কে অভিনন্দন’। তার সঙ্গে আরসিবির জার্সি পরে একটি ছবিও দিয়েছেন তিনি।
8
8
সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি যে ফাইনালে চোখ রেখেছিলেন এবং বিরাট কোহলির খেলার ফ্যান যে তিনিও তা আর বলার অপেক্ষা রাখে না।