ভারতের প্রবীণ নাগরিকরা সাধারণত স্থায়ী আমানতকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নেন। কারণ এটি ঝুঁকিমুক্ত, নিশ্চিত রিটার্ন দেয় এবং বাজারের ওঠানামায় এর কোনও প্রভাব পড়ে না। ব্যাঙ্কগুলোও এই শ্রেণির বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুদের হার প্রদান করে।
2
14
ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন যা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি সহযোগী প্রতিষ্ঠান, প্রতি আমানতকারীর ক্ষেত্রে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের গ্যারান্টি দেয়। ফলে প্রবীণরা আরও নিশ্চিন্তে এ বিনিয়োগ বেছে নেন।
3
14
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক: দুই বছরের এফডিতে সর্বোচ্চ ৭.৫% সুদ দিচ্ছে। এটি বেসরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে সর্বোচ্চ।
4
14
অ্যাক্সিস ব্যাঙ্ক: ৫ থেকে ১০ বছরের এফডিতে ৭.৩৫% সুদ।
5
14
কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক: ৩৯১ দিন থেকে ২৩ মাসের কম মেয়াদের এফডিতে ৭.১% সুদ।
6
14
আইসিআইসিআই ব্যাঙ্ক: দুই বছর এক দিন থেকে ১০ বছরের এফডিতে ৭.১% সুদ।
7
14
এইচডিএফসি ব্যাঙ্ক: ১৮ থেকে ২১ মাসের এফডিতে ৭.১% সুদ।
8
14
ব্যাঙ্ক অব বরোদা: ৪৪৪ দিনের এফডিতে ৭.১% সুদ।
9
14
ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া: ৪৫৬ দিনের এফডিতে ৭.১% সুদ।
10
14
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: ৩৯০ দিনের এফডিতে ৭.১% সুদ।
11
14
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া: ৫ থেকে ১০ বছরের এফডিতে ৭.০৫% সুদ।
12
14
কানারা ব্যাঙ্ক: ৪৪৪ দিনের এফডিতে ৭% সুদ।
13
14
প্রবীণ নাগরিকদের জন্য এফডি শুধু নিশ্চিন্ত রিটার্নই দেয় না, বরং নির্দিষ্ট সময়ে নগদের প্রয়োজন মেটাতেও সাহায্য করে। তবে সর্বোচ্চ রিটার্ন পেতে হলে সুদের হার তুলনা করে ব্যাঙ্ক বেছে নেওয়া জরুরি। ইন্ডাসইন্ড, অ্যাক্সিস, কোটাক বা এইচডিএফসি মতো বেসরকারি ব্যাঙ্ক কিছু ক্ষেত্রে সরকারি ব্যাঙ্কের চেয়ে বেশি সুদ দিচ্ছে। অন্যদিকে, এসবিআই বা পিএনবির মতো সরকারি ব্যাঙ্ক তুলনামূলক নিরাপদ ভাবা হয়।
14
14
প্রবীণদের জন্য এফডি এখনও অন্যতম সেরা ঝুঁকিমুক্ত বিনিয়োগ। তবে কোথায় কত সুদ পাওয়া যাচ্ছে, তা ভালোভাবে যাচাই করে ব্যাঙ্ক বেছে নিলে লাভ আরও বাড়ানো সম্ভব।