আজকাল ওয়েবডেস্ক: শিশু থেকে বয়স্ক, যে কোনও বয়সে সকলেই স্বপ্ন দেখেন। বিশেষজ্ঞদের মতে, প্রত্যেক স্বপ্নেরই বিশেষ সংকেত রয়েছে। কিছু স্বপ্ন যেমন মনকে শান্ত করে, আবার আতঙ্কের কারণ হয়ে ওঠে কয়েকটি স্বপ্ন। জ্যোতিষশাস্ত্রের মতে, আগামী দিনে ঘটতে চলা সুখ-দুঃখের ঘটনা সম্পর্কেও সতর্ক করতে পারে স্বপ্ন।
2
7
কথিত রয়েছে, ভবিষ্যতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেব্যাপারে স্বপ্নেই সতর্কবার্তা পাওয়া যায়। তাহলে কোন স্বপ্ন কী ইঙ্গিত বহন করে? দেখে নেওয়া যাক-
3
7
যদি স্বপ্ন দেখেন, কেউ আপনাকে তাড়া করছে, তাহলে তা ইঙ্গিত দেয় যে আপনি জীবনের একটি বিশেষ সমস্যার মুখোমুখি হওয়া এড়িয়ে যাচ্ছেন। আর স্বপ্নে মন আপনাকে সেই সমস্যার মুখোমুখি হতে ইঙ্গিত দিচ্ছে।
4
7
স্বপ্নে তাড়া করার সময়ে যদি দৌড়তে না পারেন তাহলে তা আপনার নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাবের আভাস দিচ্ছে মনে করা হয়।
5
7
স্বপ্নে যদি রক্ত কিংবা নিজেকে কাঁদতে দেখেন তাহলে তা ইঙ্গিত দেয় যে আপনি কোনও পূর্বের অভিজ্ঞতা কিংবা ঘটনা থেকে বেরতে পারছেন না। আসলে পূর্বের কোনও অভিজ্ঞতা জীবনের উপর বড় প্রভাব ফেললে তা রক্তের মাধ্যমে স্বপ্নে ইঙ্গিত দেয়।
6
7
যদি স্বপ্নে ভৌতিক বা অস্বাভাবিক কিছু দেখেন, তবে আপনি কোনও নেতিবাচক চিন্তা বা আবেগের আশ্রয় নিয়েছেন এমন ইঙ্গিত হতে পারে। এই ধরনের স্বপ্ন আপনার অবচেতন মনের সংকেত দেয় বলে মনে করা হয়।
7
7
প্রায়ই ঘুমের মধ্যে এমন স্বপ্ন আসলে সতর্ক থাকা জরুরি। কারণ এই ধরনের স্বপ্ন মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে।