যদি নিজের টাকা সঠিকভাবে বৃদ্ধি করতে চান তাহলে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট একটি বিরাট অপশন। যত বেশি সময় ধরে আপনি বিনিয়োগ করতে পারবেন ততই আপনার লাভের অঙ্ক বাড়বে।
2
9
এইচডিএফসি ব্যাঙ্ক ৩ বছরের ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনরা সুদের হার পাবেন ৬.৪৫ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৯৫ শতাংশ।
3
9
আইসিআইসিআই ব্যাঙ্ক ৩ বছরের ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৪৫ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৯৫ শতাংশ।
4
9
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৩ বছরের ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৪ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৯ শতাংশ।
5
9
ফেডেরাল ব্যাঙ্ক ৩ বছরের ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৭৫ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২৫ শতাংশ।
6
9
এসবিআই ৩ বছরের ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৩ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৮ শতাংশ।
7
9
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩ বছরের ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনরা পাবেন ৬ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটেজেনরা পাবেন ৬.৫ শতাংশ।
8
9
কানারা ব্যাঙ্ক ৩ বছরের ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.২৫ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৭৫ শতাংশ।
9
9
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত বিষয় খতিয়ে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।