অবশেষে পর্দায় ফিরল সেই বহু প্রতীক্ষিত থ্রিলার ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’। শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ থেকেই অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং শুরু হল। আর মুক্তির পর থেকেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে দর্শকমহলে। নতুন সিজনের গল্প আগের চেয়ে আরও বিস্তৃত, আরও বিস্ফোরক, আরও আবেগঘন। একইসঙ্গে এবারের সিজনের তারকারা পেয়েছেন বিপুল অঙ্কের পারিশ্রমিক আর সেটাই এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।
2
8
মনোজ বাজপেয়ী: ইন্টেলিজেন্স অফিসার শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় মনোজ বাজপেয়ী ফের মেরুদণ্ড হয়ে উঠেছেন গল্পের। এই সিজনে তাঁর চরিত্র আরও দুর্বোধ্য, আরও ভাঙাচোরা, আরও অসহনীয় চাপের ভিতর। রিপোর্ট অনুযায়ী, ২০.২৫ কোটি থেকে ২২.৫০ কোটি টাকার মধ্যে একটি বিরাট অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন তিনি, যা এই সিরিজের সর্বোচ্চ।
3
8
জয়দীপ আহলাওয়াত: এই সিজনে বড় চমক জয়দীপ আহলাওয়াত। নতুন ভিলেন রুক্মার চরিত্রে। তাঁর এন্ট্রিতেই বাড়ছে উত্তেজনা ও টানটান সাসপেন্স। এই ভিলেনই নাকি শ্রীকান্তের জীবনের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। সিরিজে আহলাওয়াতের ফি প্রায় ৯ কোটি টাকা।
4
8
নিমরত কৌর: এই সিজনের আরেক শক্তপোক্ত প্রতিপক্ষ নিমরত কৌর- তাঁর চরিত্রের নাম মীরা। তাঁর উপস্থিতি এই সিরিজের গল্পকে আরও বিপজ্জনক করে তুলছে। নিমরতের পারিশ্রমিক ৮–৯ কোটি টাকা।
5
8
প্রিয়মণি: ‘শ্রীকান্ত’-এর স্ত্রী সূচী চরিত্রে প্রিয়মণি সিরিজের আবেগের গভীরতা ধরে রেখেছেন। পরিবার বনাম তাঁর কর্মজীবনের লড়াই-এই সিজনেও গল্পে বারুদ যোগ করেছে। তাঁর ফি প্রায় ৭ কোটি টাকা।
6
8
জে.কে. : ‘শ্রীকান্ত’-এর সবচেয়ে কাছের সঙ্গী ‘জে.কে’। দর্শকপ্রিয় অভিনেতা শারিব হাশমি এই সিজনেও অন্যতম প্রাণভরসা। তাঁর পারিশ্রমিক প্রায় ৫ কোটি টাকা। চরিত্রের গুরুত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণই অঙ্ক।
7
8
দর্শন কুমার-সহ আরও কয়েকজন কেন্দ্রীয় তারকাও মোটা পারিশ্রমিক পেয়েছেন, প্রায় ৮–৯ কোটি টাকার মধ্যে।
8
8
‘শ্রীকান্ত’-এর মেয়ের চরিত্রে অশ্লেষা ঠাকুর, যার অভিনীত চরিত্রের এইবার আরও গুরুত্বপূর্ণ, পেয়েছেন প্রায় ৪ কোটি টাকা।