ঘোড়া : যদি কাজে বের হওয়ার আগে ঘোড়া দেখে বের হতে পারেন তাহলে দিনটি যাবে ভাল। ঘোড়া গতি, শক্তি এবং প্রকৃতির এক অসাধারণ মিশেল। তাই একে হেলাফলা করবেন না।
2
10
কচ্ছপ : পৃথিবীর দীর্ঘতম সময় ধরে বেঁচে থাকা প্রাণীদের মধ্যে অন্যতম হল কচ্ছপ। এটি একটি ভাল ভাগ্যের চিহ্ন। কচ্ছপের মতো যদি সৎ হতে পারেন তাহলে জীবন হবে শান্তির।
3
10
বিড়াল : ঘরে অনেকেই বিড়াল পুষে থাকেন। এদের গতি এবং মানুষের সঙ্গে মিশে থাকার ক্ষমতা এদেরকে প্রিয় করে তোলে। কাজে যাওয়ার আগে যদি এদেরকে খুশি করে যান তাহলে দিন ভাল যাবে।
4
10
কুকুর : মানুষের সবথেক প্রিয় এবং বিশ্বাসী প্রাণীদের তালিকায় সবার উপরে থাকে কুকুর। এরা সারাদিন ধরে আপনার মঙ্গল চেয়ে থাকে। ঘরে যদি কুকুর থাকে তাহলে এদেরকে খুশি করে বের হলে দিন ভাল যাবেই।
5
10
কোই ফিস : এটিও একটি দীর্ঘজীবী প্রাণী। কোই ফিস দেখে যদি কাজে বের হন তাহলে সেই কাজ কেউ রুখতে পারবে না। পজিটিভ চিন্তার অন্যতম ধারক হল কোই ফিস।
6
10
খরগোশ : বাড়িতে পোষা আদুরে খরগোশটিকে দেখে যদি ঘর থেকে বের হতে পারেন তাহলে দিন ভাল যাবে। চিনা ভবিষ্যতের মতে, যদি খরগোশ বাড়িতে থাকে তাহলে সেই ঘরে বদল আসতে বাধ্য।
7
10
রাজহাঁস : ভালবাসা, সততার মিশেল হয়ে যায় রাজহাঁস। এদের পজিটিভ গতিধারা আপনাকে সচল করে রাখবে। পাশাপাশি এদের মুখ দেখে যদি কাজে যান তাহলে দিন ভাল যাবে।
8
10
হাতি : জ্ঞান, শক্তি এবং উন্নতির প্রধান প্রাণী হিসেবে হাতিকে ধরা হয়ে থাকে। ঘর থেকে সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করে তাকে শুদ্ধ করে রাখে হাতি। ফলে এদেরকেও ভাল দিক হিসাবে মনে করা হয়।
9
10
গিরগিটি : গিরগিটির মতো যদি রং পরিবর্তন না করতে চান তাহলে রোজ এদের মুখ দেখে কাজে বের হতে পারেন। যেভাবে এরা নিজেদেরকে বাঁচিয়ে রাখে তাতে এদেরকে দেখে বের হলে দিন ভাল যাবেই।
10
10
ময়ূর : যদি ময়ূরকে সামনে রেখে বা ছবি দেখে কাজে বের হন তাহলে সেখান থেকে দিন ভার কাটে। ভারতীয় শিক্ষা, সংস্কৃতির ধারক বাহক ময়ূর। একে দেখে কাজে বের হলে দিন যাবে ভাল।