আজকাল ওয়েবডেস্ক: শুভস্মিতা মুখোপাধ্যায় বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। স্টার জলসার 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে 'ঐশানি'র ও তাঁর মেয়ের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
2
17
সাফল্যের সঙ্গে বেশ অনেক দিন চলে ধারাবাহিক। প্রথম কাজেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন শুভস্মিতা। কিছুদিন আগেই শেষ হয়েছে এই মেগা।
3
17
অভিনয়ে আসার পাশাপাশি ক্যামেরার পিছনে সহকারী পরিচালক হিসাবেও কাজ করেছেন শুভস্মিতা। মেগার কাজ করতে করতেই বড় পর্দায় ব্রেক পান শুভস্মিতা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 'ঘাসজমি' ছবিতে অভিনয় করেছেন তিনি।
4
17
অক্ষয় তৃতীয়া নিয়ে বেশ আবেগপ্রবণ পর্দার 'ঐশানি', কারণ কিছুদিন আগেই নিজের সালোঁ খুলেছেন অভিনেত্রী। আজকাল ডট ইনকে শুভস্মিতা জানান, নেল আর্টের এই সালোঁর নাম 'নেলস্কেপ'।
5
17
অভিনেত্রীর কথায়, "আশা ছিল যেন এই শুভদিনে প্রচুর গ্রাহক আসেন দোকানে। সেই ইচ্ছে পূরণ হয়েছে তাই আমি খুব খুশি।"
6
17
অক্ষয় তৃতীয়ার দিন ঐতিহ্যশালী রূপেই আজকাল-এর শুটিং ফ্লোরে ধরা দেন শুভস্মিতা। শাড়িতে বাঙালি নারীর চিরাচরিত রূপে অভিনেত্রী জানান তাঁর শাড়ি-প্রেমের কথা।
7
17
তারকা বলেন, "আমি শাড়ি পরতে খুবই ভালবাসি। খুবই সাবলীল লাগে আমার শাড়ি পরতে। শুধু বিশেষ কোনও দিন উপলক্ষ্যে নয় যে কোনও সময়ই শাড়ি পরতে ভাল লাগে আমার।"
8
17
অভিনেত্রীর বলেন, "শাড়ির সাজে যে কোনও বাঙালি মেয়েকেই যেন একটু বেশি সুন্দরী লাগে। আর তা ছাড়া সাজতে আমি এমনিই ভালবাসি।"
9
17
প্রসঙ্গত, এখনও সরকারি ভাবে কিছু না জানানো হলেও সূত্রের খবর, অল্প কিছুদিনের মধ্যেই ফের টেলিভিশনের পর্দায় দেখা যেতে পারে শুভস্মিতাকে। নতুন একটি ধারাবাহিকে পর্দায় ফিরতে পারেন তিনি।
10
17
পাঁচ বছর শিশুশিল্পী হিসাবে কাজ শুরু করেন ঋত্বিকা সেন। সেই সময় কৌশিক গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু টেলিফিল্মে কাজ করেছিলেন অভিনেত্রী।
11
17
২০১২ সালে জিৎ এবং কোয়েল মল্লিক অভিনীত ১০০% লভ ছবিতে বড় পর্দায় আসেন অভিনেত্রী। এর পর আর ফিরে তাকাতে হয়নি।
12
17
চ্যালেঞ্জ ২, বরবাদ, শাহজাহান রিজেন্সি, আরশিনগর একের পর এক বড় ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন দক্ষিণী ছবিতেও।
13
17
টলিপাড়ায় অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তীদের মতো তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
14
17
অক্ষয় তৃতীয়া নিয়ে কথা বলতে গিয়েই স্মৃতিমেদুর হয়ে পড়লেন ঋত্বিকা। আজকাল ডট ইন-কে অভিনেত্রী বললেন, "অক্ষয় তৃতীয়ার কথা উঠলেই প্রথমে মাথায় আসে মায়ের সঙ্গে কেনাকাটা করতে যাওয়ার কথা।"
15
17
"ছোটবেলায় কত বার যে মায়ের হাত ধরে আমি আর ভাই এই দিনটিতে কেনাকাটা করতে গিয়েছি তার ইয়ত্তা নেই।" এমনকি এখন কাজের জন্যে ব্যস্ততা থাকলেও মায়ের সঙ্গে এই দিনটিতে কথা বলতে ভোলেন না অভিনেত্রী। ভোলেন না শাড়ি পরতেও। তাঁর কাছে শাড়ি ঐতিহ্য, সম্মান এবং শালীনতার প্রতীক।
16
17
অভিনেত্রীর মতে শাড়ি বঙ্গসংস্কৃতির শিকড়ের মতো। তাই নতুন প্রজন্মেরও আর পাঁচটি পোশাকের মতোই শাড়ি পরাও অভ্যাস করা উচিত। ঋত্বিকা বলেন, "আমি অনেক ছোট থেকেই শাড়ি পরি, শাড়ি পরতে খুব ভালও বাসি। আগে মা পরতে সাহায্য করত কিন্তু এখন আমি নিজেই খুব সাবলীল। এমনকি কাজের জন্য শাড়ি পরলেও আমার পোশাকশিল্পীর সাহায্য লাগে না।"