গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি তাঁদের মেয়ে টিনা আহুজার বলিউড কেরিয়ার নিয়ে মুখ খুলেছেন। মেয়ে কেন পর্যাপ্ত কাজ পাচ্ছে না? তার পিছনের আসল কারণগুলি প্রকাশ করেছেন। সুনীতা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, টিনার কাজ না পাওয়ার পিছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, অভিনেতা গোবিন্দাকে নিয়ে ইন্ডাস্ট্রির মধ্যে তৈরি হওয়া এক ধরনের 'ভীতি' এবং দ্বিতীয়ত, বলিউডের প্রবল স্বজনপোষণ (নেপোটিজম)।
2
6
একটি সাক্ষাৎকারে সুনীতা আহুজা জানান, টিনা ২০১৫ সালে 'সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড' ছবিতে অভিষেক করার পর তাঁর কাজের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল। কিন্তু এর পরেও তিনি সেভাবে সুযোগ পাননি। সুনীতা দাবি করেন, টিনার কাজ না পাওয়ার প্রধান কারণ হল একটি ভুল ধারণা।
3
6
তিনি বলেন, "সকলেই একটা ভয় তৈরি করে রেখেছে যে টিনা কাজ করলে, গোবিন্দা সেটে এসে হয়তো 'দাদাগিরি' করবেন বা অশালীন ব্যবহার করবেন, কারণ তিনি একজন কড়া বাবা।" তিনি বিস্ময় প্রকাশ করে প্রশ্ন করেন, এই ধরনের মিথ্যা ধারণা কেন তৈরি করা হয়। তাঁর মতে, গোবিন্দার এই ভাবমূর্তিই মেয়ে টিনার কর্মজীবনকে ক্ষতিগ্রস্ত করেছে।
4
6
সুনীতা বলিউড ইন্ডাস্ট্রিতে বিদ্যমান গোষ্ঠীবাদ এবং স্বজনপোষণের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, বলিউডে একটি নির্দিষ্ট গোষ্ঠীর তারকা-সন্তানরাই কেবল কাজ পাচ্ছেন, বাইরের প্রতিভারা সুযোগ পাচ্ছেন না। তাঁর আবেদন, "স্বজনপোষণ বন্ধ করুন। অন্যদেরও কাজ করার সুযোগ দিন। আপনারা সবাই একই গোষ্ঠীর মধ্যে কাজ করেন। বাইরের দিকেও তাকান, আরও অনেকে বসে আছে।"
5
6
সুনীতা আরও পরিষ্কার করে দেন যে টিনা আহুজা অভিনয় থেকে সরে যাননি। তিনি ভাল কাজের অপেক্ষায় আছেন এবং তিনি কাজ করতে আগ্রহী। তিনি বলেন, "যদি ওর জন্য ভাল কাজ আসে, তবে কেন ও করবে না? আপনারা ওকে কাজ করার সুযোগ তো দিন।"
6
6
তিনি জোর দিয়ে বলেন, টিনার জীবিকা নির্বাহের জন্য কাজের প্রয়োজন নেই, কিন্তু অভিনয়ের প্রতি তাঁর প্রবল আগ্রহ রয়েছে। তাই তিনি ভাল চিত্রনাট্য এবং চরিত্রের জন্য অপেক্ষা করছেন। তাঁর এই মন্তব্যগুলি বলিউডে তারকা-সন্তানদের কাজের সুযোগ এবং ইন্ডাস্ট্রির অন্দরের বৈষম্য নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।