বন্ধ হল পোস্ট অফিসের ৫০ বছরের এই পরিষেবা, কতটা ভোগান্তি হবে গ্রাহকদের
Sumit Charkaborty
বুধবার, 06 আগস্ট 2025
1
9
পোস্ট অফিস মানেই সকলের কাছে ভরসার জায়গা। সেখান থেকে দেখতে হলে পোস্ট অফিস তার এই পরিষেবাটি বন্ধ করে দিল।
2
9
এই পরিষেবাটি পোস্ট অফিসে বিগত ৫০ বছর ধরে চলছিল। তবে চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১ তারিখের পর এই পরিষেবাটি আর মিলবে না।
3
9
রেজিস্টার্ড পোস্ট অফিস পরিষেবা ১ সেপ্টেম্বরের পর থেকে আর মিলবে না। এটি বিগত ৫০ বছর ধরে চলছিল।
4
9
বিগত ৫০ বছর ধরে এই পরিষেবাটি পোস্ট অফিসে চলেছে। বিশেষত যারা গ্রামের দিকে থাকেন তাদের কাছে এই পরিষেবাটির গুরুত্ব ছিল অপরিসীম।
5
9
পোস্ট অফিসের পক্ষ থেকে বলা হয়েছে বিগত কয়েক বছরে এই খাতে তাদের ২৫ শতাংশ ক্ষতি হয়েছে। ২০১১-১২ অর্থবর্ষে যেমন এটি ছিল ২৪৪.৪ মিলিয়ন ঠিক তেমনভাবে ২০১৯-২০ অর্থবর্ষে এটি এসে যায় ১৮৪.৬ মিলিয়নে। বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠানের কাছে পাল্লা দিতে পারছিল না পোস্ট অফিস।
6
9
চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে রেজিস্টার্ড পোস্ট অফিস সার্ভিস মার্জ হয়ে গেল ইন্ডিয়া পোস্টের স্পিড পোস্ট সার্ভিসের সঙ্গে। এরফলে তারা খানিকটা হলেও সুবিধা পেল।
7
9
এবার থেকে এই পরিষেবাটি পেতে হলে আপনাকে খসাতে হবে বেশি টাকা। এতদিন যেখানে ৫ থেকে ২০ গ্রামের জন্য ২৫.৯৬ টাকা করে লাগত। এবার থেকে সেটি ৪১ টাকা করে লাগবে। খরচ বাড়বে ২০ থেকে ২৫ শতাংশ।
8
9
এই পরিষেবাটি গ্রামের দিকে বেশি করে করা হবে। ফলে সেখানকার বাসিন্দাদের কথাটি বিশেষ করে ভাবা হয়েছে।
9
9
এবার থেকে পোস্ট অফিসের একই ছাদের নিচে এই সমস্ত পরিষেবা মিলবে। সেখান থেকে বাড়তি কোনও সমস্যা হবে না।