বন্ধ হল পোস্ট অফিসের ৫০ বছরের এই পরিষেবা, কতটা ভোগান্তি হবে গ্রাহকদের

img

পোস্ট অফিস মানেই সকলের কাছে ভরসার জায়গা। সেখান থেকে দেখতে হলে পোস্ট অফিস তার এই পরিষেবাটি বন্ধ করে দিল।

img

এই পরিষেবাটি পোস্ট অফিসে বিগত ৫০ বছর ধরে চলছিল। তবে চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১ তারিখের পর এই পরিষেবাটি আর মিলবে না।

img

রেজিস্টার্ড পোস্ট অফিস পরিষেবা ১ সেপ্টেম্বরের পর থেকে আর মিলবে না। এটি বিগত ৫০ বছর ধরে চলছিল।

img

বিগত ৫০ বছর ধরে এই পরিষেবাটি পোস্ট অফিসে চলেছে। বিশেষত যারা গ্রামের দিকে থাকেন তাদের কাছে এই পরিষেবাটির গুরুত্ব ছিল অপরিসীম।

img

পোস্ট অফিসের পক্ষ থেকে বলা হয়েছে বিগত কয়েক বছরে এই খাতে তাদের ২৫ শতাংশ ক্ষতি হয়েছে। ২০১১-১২ অর্থবর্ষে যেমন এটি ছিল ২৪৪.৪ মিলিয়ন ঠিক তেমনভাবে ২০১৯-২০ অর্থবর্ষে এটি এসে যায় ১৮৪.৬ মিলিয়নে। বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠানের কাছে পাল্লা দিতে পারছিল না পোস্ট অফিস।

img

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে রেজিস্টার্ড পোস্ট অফিস সার্ভিস মার্জ হয়ে গেল ইন্ডিয়া পোস্টের স্পিড পোস্ট সার্ভিসের সঙ্গে। এরফলে তারা খানিকটা হলেও সুবিধা পেল।

img

এবার থেকে এই পরিষেবাটি পেতে হলে আপনাকে খসাতে হবে বেশি টাকা। এতদিন যেখানে ৫ থেকে ২০ গ্রামের জন্য ২৫.৯৬ টাকা করে লাগত। এবার থেকে সেটি ৪১ টাকা করে লাগবে। খরচ বাড়বে ২০ থেকে ২৫ শতাংশ।

img

এই পরিষেবাটি গ্রামের দিকে বেশি করে করা হবে। ফলে সেখানকার বাসিন্দাদের কথাটি বিশেষ করে ভাবা হয়েছে।

img

এবার থেকে পোস্ট অফিসের একই ছাদের নিচে এই সমস্ত পরিষেবা মিলবে। সেখান থেকে বাড়তি কোনও সমস্যা হবে না।