অন্য জাতের সঙ্গে সঙ্গম, তাতে জন্মানো সন্তানরাই বদলে দিচ্ছে বংশের স্বভাব-চরিত্র! এ কী দেখলেন গবেষকরা?
Akash Debnath
বুধবার, 15 অক্টোবর 2025
1
8
স্থলভাগের উপর বিচরণ করা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম প্রাণী ভালুক। আর ভালুকদের মধ্যে সবচেয়ে বড় দু’টি প্রজাতি হল গ্রিজলি ভালুক এবং পোলার বা মেরু ভাল্লুক।
2
8
কিন্তু এবার পরিবেশবিদদের অবাক করে দিয়ে দেখা মিলল এমন এক ভল্লুকের যা পুরোপুরি গ্রিজলিও নয় আবার পুরোপুরি মেরু ভাল্লুকও নয়। বরং দুই প্রজাতির সংকর।
3
8
পরিবেশবিদরা নতুন এই প্রজাতির নাম দিয়েছেন পিজলি। গবেষকদের মতে, গ্রিজলি ভালুক এবং পোলার বা মেরু ভাল্লুকের মিলনের ফলেই তৈরি হয়েছে নতুন এই প্রজাতি।
4
8
গ্রিজলি ভাল্লুকের দেখা মিলে মূলত উত্তর আমেরিকায় বনাঞ্চল এবং পাহাড়ে। বিশাল আকৃতির এই ভাল্লুকের গায়ের রং সাধারণত বাদামি। কাঁধ পেশিবহুল, নখর লম্বা। এই ভালুক ফল-মূল থেকে মাছ-মাংস সবই খায়।
5
8
অন্যদিকে মেরু ভল্লুক পাওয়া যায় উত্তর মেরু অঞ্চলে। ধবধবে সাদা এই ভালুক পৃথিবীর বৃহত্তম স্থলচর মাংসাশী প্রাণী।
6
8
বরফের উপর ঘুরে বেড়ানো এই ভালুক মারাত্মক দক্ষ সাঁতারু। শীল এবং তিমির মাংস এদের প্রধান খাবার।
7
8
কিন্তু সমস্যার বিষয় হল বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ দূষণের ফলে ক্রমেই কমে আসছে বরফের চাদর। ফলে মেরু ভল্লুকের বিচরণক্ষেত্র এবং গ্রিজলি ভালুকের বিচরণ ক্ষেত্র পরস্পরের সঙ্গে মিশে যাচ্ছে।
8
8
একসঙ্গে থাকার ফলে চলছে প্রজননও। তার ফলেই জন্ম পিজলি ভালুকের। এগুলি পুরোপুরি সাদাও না, আবার বাদামিও না। নখও লম্বা, আবার সাঁতরেও পারদর্শী এই ভালুক।