অন্য জাতের সঙ্গে সঙ্গম, তাতে জন্মানো সন্তানরাই বদলে দিচ্ছে বংশের স্বভাব-চরিত্র! এ কী দেখলেন গবেষকরা?

img

স্থলভাগের উপর বিচরণ করা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম প্রাণী ভালুক। আর ভালুকদের মধ্যে সবচেয়ে বড় দু’টি প্রজাতি হল গ্রিজলি ভালুক এবং পোলার বা মেরু ভাল্লুক।

img

কিন্তু এবার পরিবেশবিদদের অবাক করে দিয়ে দেখা মিলল এমন এক ভল্লুকের যা পুরোপুরি গ্রিজলিও নয় আবার পুরোপুরি মেরু ভাল্লুকও নয়। বরং দুই প্রজাতির সংকর।

img

পরিবেশবিদরা নতুন এই প্রজাতির নাম দিয়েছেন পিজলি। গবেষকদের মতে, গ্রিজলি ভালুক এবং পোলার বা মেরু ভাল্লুকের মিলনের ফলেই তৈরি হয়েছে নতুন এই প্রজাতি।

img

গ্রিজলি ভাল্লুকের দেখা মিলে মূলত উত্তর আমেরিকায় বনাঞ্চল এবং পাহাড়ে। বিশাল আকৃতির এই ভাল্লুকের গায়ের রং সাধারণত বাদামি। কাঁধ পেশিবহুল, নখর লম্বা। এই ভালুক ফল-মূল থেকে মাছ-মাংস সবই খায়।

img

অন্যদিকে মেরু ভল্লুক পাওয়া যায় উত্তর মেরু অঞ্চলে। ধবধবে সাদা এই ভালুক পৃথিবীর বৃহত্তম স্থলচর মাংসাশী প্রাণী।

img

বরফের উপর ঘুরে বেড়ানো এই ভালুক মারাত্মক দক্ষ সাঁতারু। শীল এবং তিমির মাংস এদের প্রধান খাবার।

img

কিন্তু সমস্যার বিষয় হল বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ দূষণের ফলে ক্রমেই কমে আসছে বরফের চাদর। ফলে মেরু ভল্লুকের বিচরণক্ষেত্র এবং গ্রিজলি ভালুকের বিচরণ ক্ষেত্র পরস্পরের সঙ্গে মিশে যাচ্ছে।

img

একসঙ্গে থাকার ফলে চলছে প্রজননও। তার ফলেই জন্ম পিজলি ভালুকের। এগুলি পুরোপুরি সাদাও না, আবার বাদামিও না। নখও লম্বা, আবার সাঁতরেও পারদর্শী এই ভালুক।