২ নভেম্বর মানে শাহরুখ-ভক্তদের কাছে এক উৎসবের দিন। 'কিং খান'-এর জন্মদিন ঘিরে তাঁর অনুরাগীদের মধ্যে উত্তেজনা চোখে পড়ার মতো। এ বছর ৬০-এ পা দিলেন শাহরুখ খান। হিসেব বলছে অবসরের পথে এগিয়ে গেলেন তিনি। তবে বলিউডের 'বাদশা' বলে কথা! এখনও তরুণদের টেক্কা দিতে ওস্তাদ তিনি।
2
6
সম্পত্তির পরিমাণের নিরিখেও শাহরুখ খান এবার সত্যিই ‘বাদশাহ’। ‘এম৩এম হুরান ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’-এর তালিকা অনুযায়ী শাহরুখ ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসাবে স্থান পেয়েছেন! শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ ১২,৪৯০ কোটি টাকা!
3
6
নিজস্ব প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট-এর সঙ্গে নানা ব্যবসায় বিনিয়োগ রয়েছে শাহরুখ ও তাঁর পরিবারের— আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স-এর মালিকানা থেকে শুরু করে মদের সংস্থা বড়সড় শেয়ার। বেশ কিছু বিজ্ঞাপন ও ব্র্যান্ডের প্রচারের মাধ্যমেও আয় করেন তিনি।
4
6
রেড চিলিজ এন্টারটেনমেন্ট সংস্থাই 'বাদশা'র আসল শক্তি! শাহরুখের ধনসম্পদের মূল উৎস তাঁর প্রযোজনা সংস্থা এই রেড চিলিজ এন্টারটেনমেন্ট।
5
6
২০০২ সালে গড়ে ওঠা এই সংস্থা উপহার দিয়েছে একের পর এক হিট প্রজেক্ট— 'ওম শান্তি ওম', 'হ্যাপি নিউ ইয়ার', 'জওয়ান' থেকে শুরু করে সাম্প্রতিক সিরিজ 'দ্য ব্যাডস অফ বলিউড', যেটি পরিচালনা করেছেন তাঁর ছেলে আরিয়ান খান।
6
6
দীর্ঘ লড়াই, নিষ্ঠা এবং সঠিক বিনিয়োগের মাধ্যমে শাহরুখ খান প্রমাণ করেছেন যে তিনি শুধু রুপোলি পর্দার 'বাদশা' নন, বরং একজন অত্যন্ত সফল ব্যবসায়ীও। তাঁর এই সাফল্য তাঁকে বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হিসেবেও প্রতিষ্ঠিত করেছে।