১) রেকর্ড দীর্ঘ ডানা: এদের ডানা ১১ ফুট পর্যন্ত চওড়া হতে পারে, যা বর্তমানে সমস্ত পাখিদের মধ্যে দীর্ঘতম।
2
6
২) একটানা বছরের পর বছর ওড়া: একটি অ্যালবাট্রস বাসা ছাড়ার পর জীবনের প্রথম ৫ থেকে ১০ বছর একটানা সমুদ্রের উপরেই কাটিয়ে দেয়। একবারও ডাঙায় ফেরে না।
3
6
৩) উড়ন্ত অবস্থায় ঘুম: এরা 'ডায়নামিক সোরিং' নামক বিশেষ কৌশলে ওড়ে, যাতে ডানার পেশি লক করে প্রায় বিনা পরিশ্রমে হাজার হাজার কিলোমিটার পাড়ি দেওয়া যায় এবং উড়ন্ত অবস্থাতেই ঘুমোতে পারে।
4
6
৪) বিশ্বের সবচেয়ে বয়স্ক পাখি: "উইজডম" নামের একটি অ্যালবাট্রস বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক এবং পরিচিত বন্য পাখি। এর বয়স ৭০ বছরেরও বেশি এবং সে এখনও ডিম পাড়ে।
5
6
৫) লবণ ফিল্টার: এরা সমুদ্রের নোনা জল পান করতে পারে। এদের নাকের কাছে বিশেষ গ্রন্থি থাকে যা রক্ত থেকে অতিরিক্ত লবণ ছেঁকে বের করে দেয়।
6
6
৬) আজীবন সঙ্গী: এরা সাধারণত সারাজীবনের জন্য একটিমাত্র সঙ্গী নির্বাচন করে। সঙ্গী খুঁজে পাওয়ার আগে এরা বছরের পর বছর ধরে 'নাচের' মাধ্যমে নিজেদের বন্ধন তৈরি করে।