বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্যে। বিজেপির ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ পোস্টারের পাল্টা পোস্টার ছাপা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। মঙ্গলবার তা দেখা গেল শহরের একাধিক জায়গায়।
বিধানসভা নির্বাচনের আগে দুই দলের পোস্টার যুদ্ধে তুঙ্গে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের আইটি সেলের তরফে এই পোস্টারে কোথাও লেখা হয়েছে ‘হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই’। বিধাননগর এলাকার বিকাশ ভবন, সিটি সেন্টার, করুণাময়ী চত্বরেও দেখা গিয়েছে এই পোস্টার।
4
5
প্রত্যেক পোস্টারের তলায় তৃণমূল কংগ্রেসের আইটি এবং সোশ্যাল মিডিয়া শাখার কথা লেখা হয়েছে। এই পোস্টারগুলি ইতিমধ্যেই নজর কেড়েছে শহরবাসীর। বাঙালি পূর্ণমন্ত্রী ছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভা, কেন্দ্রের আধার লিঙ্ক, গ্যাসের দামে ছাড়া না দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যু এই পোস্টারে তুলে ধরা হয়েছে।
5
5
দৈনিক জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, গ্যাসের দাম, পেট্রোলের দাম বাড়া নিয়ে প্রায়ই কেন্দ্রের সমালোচনা করে থাকা বিরোধী দলগুলি। কিন্তু আগামী বছর নির্বাচনের আগে অভিনব কায়দায় প্রতিবাদ করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। এর আগে জেলায় জেলায় হিন্দুত্বের কথা বলে পোস্টার সাঁটিয়েছেল বিজেপি। তারই পাল্টা পোস্টার এদিন দেখা গেল শহরজুড়ে।