১। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর (দোহা, কাতার): বিলাসিতা, আধুনিক ডিজাইন এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের চূড়ান্ত নিদর্শন এই বিমানবন্দর। এর 'দ্য অর্চার্ড' নামক কৃত্রিম বাগান এবং অত্যাধুনিক লাউঞ্জগুলো একে সেরা বিমানবন্দরগুলির তালিকায় নিয়ে এসেছে।
2
7
২। সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর (সিঙ্গাপুর): চাঙ্গি বিমানবন্দর নিজেই একটি দেখার জায়গা। এর 'জুয়েল' কমপ্লেক্স, বিস্ময়কর ইনডোর জলপ্রপাত (রেন ভর্টেক্স) এবং অসামান্য সুযোগ-সুবিধা একে বহু বছর ধরেই সেরা বিমানবন্দরের তালিকায় রেখেছে।
3
7
৩। ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর (সিউল, দক্ষিণ কোরিয়া): প্রযুক্তিগত দক্ষতা, দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া এবং পরিচ্ছন্নতার জন্য ইনছন বিশ্বব্যাপী প্রশংসিত।
4
7
৪। টোকিও হানেদা বিমানবন্দর (টোকিও, জাপান): বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন বিমানবন্দর হিসেবে হানেদার খ্যাতি রয়েছে। এর সময়ানুবর্তিতা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের সহজ সংযোগ একে যাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় করেছে।
5
7
৫। টোকিও নারিতা বিমানবন্দর (টোকিও, জাপান): জাপানের এই প্রধান আন্তর্জাতিক হাবটি চমৎকার গ্রাহক পরিষেবা এবং বৈচিত্র্যময় খাবারের দোকানের জন্য পরিচিত।
6
7
৬। প্যারিস চার্লস ডি গল বিমানবন্দর (প্যারিস, ফ্রান্স): ইউরোপের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটি তার স্থাপত্য, উন্নত সংযোগ ব্যবস্থা এবং যাত্রী পরিষেবার মানোন্নয়নের জন্য পরিচিত।
7
7
৭। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (দুবাই, সংযুক্ত আরব আমিরশাহি): আন্তর্জাতিক যাত্রীর সংখ্যার দিক থেকে এটি বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর। এর বিশাল ডিউটি-ফ্রি শপিং এরিয়া এবং বিলাসবহুল সুবিধাগুলো অতুলনীয়।