এসবিআই মানেই হল সকলের কাছে একটি বিরাট ভরসার জায়গা। যদি এখানে সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল রিটার্ন আসতে বাধ্য।
2
9
এসবিআই নিয়ে এসেছে হর ঘর লাখপতি স্কিম। এটি একটি রেকারিং ডিপোজিট স্কিম। এখানে প্রতি মাসে নিয়ম করে বিনিয়োগ করলেই হতে পারেন লাখপতি।
3
9
প্রতিটি ভারতীয় এখানে নিজের অ্যাকাউন্ট খুলতে পারেন। এটি সিঙ্গল বা জয়েন্ট দুভাবেই খোলা যেতে পারে। নিজের বাড়ির ১০ বছরের সন্তানের নামেও এটি খুলতে পারেন। তবে সেখানে অভিভাবক সমস্ত কিছু দেখভাল করবেন।
4
9
এখানে জেনারেল সিটিজেনরা ৩ থেকে ৪ বছরের জন্য সুদ পাবেন ৬.৭৫ শতাংশ। অন্যদিকে ৫ থেকে ১০ বছরের জন্য পাবেন ৬.৫০ শতাংশ হারে সুদ।
5
9
এখানে সিনিয়র সিটিজেনরা ৩ থেকে ৪ বছরের জন্য সুদ পাবেন ৭.২৫ শতাংশ। ৫ থেকে ১০ বছরের জন্য সুদ পাবেন ৭ শতাংশ করে সুদ।
6
9
যদি একজন জেনারেল সিটিজেন ৩ বছরের মধ্যে ১.২ লাখ টাকা পেতে চান তাহলে তিনি প্রতি মাসে ৩০০১.৪৬ টাকা করে বিনিয়োগ করতে হবে। সিনিয়র সিটিজেন ১.২ লাখ টাকা ৩ বছরে পেতে হলে দিতে হবে ২৯৭৭৮.০৫ টাকা।
7
9
যদি একজন জেনারেল সিটিজেন ৩ বছরের মধ্যে ৩.৫ লাখ টাকা পেতে চান তাহলে মাসে দিতে হবে ৮৭৫৪.২৭ টাকা দিতে হবে। সিনিয়র সিটিজেন ৩.৫ লাখ টাকা পেতে হলে মাসে দিতে হবে ৮৬৮৫.৯৮ টাকা।
8
9
জেনারেল সিটিজেন যদি ৫.৩ লাখ টাকা ৩ বছরের মধ্যে পেতে চান তাহলে মাসে দিতে হবে ১৩২৫৬.৪৭ টাকা। সিনিয়র সিটিজেনরা এই টাকা পেতে হলে মাসে দিতে হবে ১৩১৫৩.০৬ টাকা।
9
9
তবে একটা বিষয় মনে রাখবেন যেখানেই বিনিয়োগ করবেন তার আগে সমস্ত কিছু ভাল করে নিজে যাচাই করে নেবেন। যদি আপনি কোনও ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।