দুয়ারে কড়া নাড়ছে বাজেট। সেখানে দেশের প্রথম সারির ব্যাঙ্কটি নিজের মতো করে সমীক্ষা চালিয়েছে। সেখান থেকেই ধরা পড়েছে বেশ কয়েকটি নতুন দিক।
2
9
বর্তমানে এসবিআই এসটিসিজি রয়েছে ২০ শতাংশ করে। অন্যদিকে এসটিসিজি রয়েছে ১২.৫ শতাংশ করে। এখানে খানিকটা বদল হতে পারে বলেই মনে করা হচ্ছে।
3
9
এসবিআই তার রিসার্চ অনুসারে জানিয়েছে চলতি বছরের বাজেটে নতুন করে এই হারগুলি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কী বলেন তার দিকে তাকিয়ে তারা।
4
9
ব্যাঙ্ক ডিপোজিটের ক্ষেত্রে লক ইন পিরিয়ড বাড়তে পারে। সেখানে ফিক্সড ডিপোজিটের দিকেই সকলের নজর থাকবে। এটি ৩ বছরের হিসেবে হতে পারে।
5
9
অন্যদিকে সেভিংস ব্যাঙ্ক ডিপোজিটের ক্ষেত্রে টিডিএসেও বেশ খানিকটা বদল হতে পারে। যদি এই দুটির সুদের হারে পরিবর্তন হয় তাহলে সেখানে সিনিয়র সিটিজেনদের দিকে বেশি নজর থাকবে।
6
9
এসবিআই রিসার্চ অনুসারে দেশের জিডিপি আগের তুলনায় অনেকটা স্থিতিশীল রয়েছে। সেখান থেকে বাজেটের ফলে সুদের হারে পরিবর্তন ঘটতে পারে।
7
9
যদি সেই পথেই দেশের অর্থনীতি চলে তাহলে সেখান থেকে শুধু এসবিআই নয়, দেশের বাকি ব্যাঙ্কগুলির সুদের হারেও বড় বদল হতে পারে।
8
9
প্রতিবারেই বাজেট ঘোষণার পর ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল হয়। এবারেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।
9
9
ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল হলে সবার আগে প্রভাবিত হবেন সিনিয়র সিটিজেনরা। তাদের নজর এখন বাজেটের দিকেই বেশি রয়েছে।