'পুষ্পা ৩'-এ সলমন খান! আল্লু অর্জুনের সঙ্গে জোর টক্কর 'সুলতান'-এর?
নিজস্ব সংবাদদাতা
২২ জানুয়ারি ২০২৬ ১৬ : ১২
শেয়ার করুন
1
5
'পুষ্পা ২'-এর আকাশচুম্বী সাফল্যের পর এখন 'পুষ্পা ৩' নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। এর মধ্যে খবর, আল্লু অর্জুনের এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে বলিউডের 'ভাইজান' সলমন খানকে।
2
5
যদিও নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে জানা যাচ্ছে সলমনকে দেখা যেতে চলেছে 'সুলতান' নামক এক চরিত্রে। ২০২৬ সালে 'সুলতান' ছবিতে দেখা গিয়েছিল সলমনকে। তবে এবার 'আল্লু'র এই ছবিতে সলমনকে কোন 'সুলতান' হিসেবে দেখা যাবে তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়।
3
5
মাইথ্রি মুভি মেকার্স পুষ্পা ফ্র্যাঞ্চাইজিটিকে একটি বিশাল সিনেমাটিক ইউনিভার্সে রূপান্তর করার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানা গিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই নতুন নতুন শক্তিশালী চরিত্র যুক্ত করা হচ্ছে যারা ভবিষ্যতে নিজেদের আলাদা গল্পের প্রেক্ষাপট তৈরি করতে পারবে।
4
5
যদি সলমন খানের অন্তর্ভুক্তি সত্যিই চূড়ান্ত হয়, তবে এটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড় ক্রস-ইন্ডাস্ট্রি কোলাবরেশন হিসেবে চিহ্নিত হবে। এই তৃতীয় কিস্তিতে পুষ্পা রাজের চরিত্রে আল্লু অর্জুন আবারও তাঁর লাল চন্দন কাঠের সাম্রাজ্য ফিরে পাওয়ার লড়াইয়ে অবতীর্ণ হবেন।
5
5
ছবির পরিচালক সুকুমার এবার খলনায়কের চরিত্রে কোনও বড় তারকাকে আনার পরিকল্পনা করছেন যাতে পুষ্পা রাজের সামনে একটি কঠিন চ্যালেঞ্জ দাঁড় করানো যায়। এই দৌড়ে বিজয় দেবরকোন্ডার নামও শোনা যাচ্ছে, তবে নির্মাতারা এখনও এই বিষয় নিয়ে মুখ খোলেননি।